নীলফামারীতে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার:
নীলফামারীতে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে গোড়গ্রাম ইউনিয়ন বিএনপি।  সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে গোড়গ্রামের কিত্তর্নীয়া পাড়া হাইস্কুল মাঠে সংবাদ সম্মেলন করেন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গোড়গ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি দিপু সিদ্দিকী। তিনি বলেন,’সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুব জর্জকে ১০লাখ টাকার বিনিময়ে পরিষদে প্রবেশ করতে আমরা ইউনিয়ন বিএনপির কিছু নেতাকর্মী সহযোগিতা করেছি এমন অপপ্রচার ও অনলাইন মিডিয়াতে সংবাদ প্রকাশ করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। নৌকা প্রতিকের বিনাভোটে নির্বাচিত চেয়ারম্যানের সঙ্গে আমাদের কোনো ধরনের কোনো সম্পর্ক নেই।’
সভাপতি আরও বলেন,’প্রকৃতপক্ষে ছাত্র-জনতাই চেয়ারম্যানের কক্ষে তালা দিয়েছে আবার তারাই চেয়ারম্যান যেন আর কোনো অনিয়ম দুর্নীতি না করে সে বিষয়ে মুচলেকা নিয়ে তার কক্ষের তালা খুলে দিয়ে তাকে পরিষদে বসিয়েছে। আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে তা যদি কেউ প্রমাণ করতে পারে আমি আমার পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করবো।’
কারা অপপ্রচার চালাচ্ছে এমন প্রশ্নের জবাবে দিপু সিদ্দিকী বলেন,’ আমাদের ইউনিয়ন বিএনপির কিছু নেতা যাদের নাম এই মুহূর্তে বলতে পারছি না। তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য আমার এবং নেতাকর্মীদের নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি জেলা নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাবো তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়।’
সংবাদ সম্মেলনে গোড়গ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদের, আমিরুজ্জামান সাহেব, সাবেক আহবায়ক মোজাফ্ফর হোসেন, সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সরোয়ার্দী হোসেন বুলবুল, ইউনিয়ন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * নীলফামারীতে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন
সর্বশেষ সংবাদ