পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
এসভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন নগাবত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, সিভিল সার্জন ডাঃ মোঃ মিজানুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ইকবাল কবির, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আলতাফ হোসেন প্রমুখ।
সভায় ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখাতে জনসচেতনতা সৃষ্টি এবং পরিস্কার-পরিচ্ছন্নতা রাখার বিষয় সিদ্ধান্ত গৃহিত হয়। জেলা প্রশাসক সভাপতির বক্তব্যে এ পিরোজপুর জেলার সার্বিক উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।