ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

সাভারে  ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। সকালে পৌরসভার ৭নং ওয়ার্ডের আইচ্চনোদা এলাকায়  এঘটনা ঘটে। এঘটনায়  ছাত্রদল নেতা নাঈম খান(২৫) বাদি হয়ে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, আইচানোদ্দ এলাকার মৃত মুনসুর আলীর ছেলে সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা  রশীদ মোল্লা (৬৫), তার ছেলে লিটু মোল্লা (৩৮), টুটুল মোল্লা (৩৬), পলাশ মোল্লা (৩২)।
নাঈম খাঁন জানাযায়, বিবাদীদের বিরুদ্ধে  এলাকার চাঁদাবাজি, লুটপাট, মাদক বিক্রয়সহ তাদের নেতৃত্বে কিশোরগ্যাং  পরিচালিত হয়। এসব কর্মকান্ডের প্রতিবাদ করায় আমার উপর হামলা চালায়।
এ বিষয়ে বেনহাম ফার্মাসিউটিক্যালের প্লান্ট ম্যানেজার, বিদ্যুৎ কুমার সরকার বলেন, আমি নাঈমের সাথে আমার অফিসে বসে কথা বলছিলাম। এমন সময় হঠাৎ করে একজন বয়স্ক ব্যক্তি আমাদের রুমে প্রবেশ করেন। তাকে আমি বসতে বলি। এমন সময় ওই ব্যক্তি নাঈমের উপর ক্ষিপ্ত হন এবং পকেট থেকে  ছুরি বের করে তাকে আক্রমণ করে। পরে আমরা নাঈমেক সেভ করি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * চাঁদাবাজি * বেনহাম ফার্মাসিউটিক্যালের প্লান্ট ম্যানেজার * মাদক বিক্রয় * মো: আনিসুর রহমান * লুটপাট * সাভার * সাভার মডেল থানা
সর্বশেষ সংবাদ