৪৮ ঘন্টার মধ্যে ভিকটিম উদ্ধারসহ যুবক গ্রেপ্তার

ক্রাইম রিপোর্টার:
গত ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রি: রংপুর কোতয়ালী সদর থানায় অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে নারী অপহরণ মামলা রুজু করা হয় যা রংপুর কোতয়ালী সদর থানার মামলা নং-০৬, তাং- ১২/০৯/২০২৪ খ্রি:, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ (সংশোধিত ২০২০) এর ৭/৩০।
তথ্য প্রযুক্তির সহায়তায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে ৪৮ ঘন্টার মধ্যে  রংপুর জেলা পুলিশের নব নিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিনের নির্দেশনায় রংপুর সদর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ বজলুর রশিদের  সার্বিক সহযোগীতায় গত ১৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রি: তারিখ অপহৃত ভিকটিম শিল্পী রানীকে মামলার তদন্তকারী অফিসার এসআই(নিরস্ত্র) মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা এলাকা হতে উদ্ধার করেন এবং তদন্তপ্রাপ্ত অভিযুক্ত খুলনার জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের মোঃ মচকাইড় হোসেনের পুত্র  মো: নাহিদ হোসেন(২২) গ্রেফতারপূর্বক থানায় হাজির করেন।
রংপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ বজলুর রশিদ বলেন, গত ১২ সেপ্টেম্বর আমাদের থানায় একটি অপহরণ মামলা রুজু করা হয়। যার মামলা নং-০৬, তাং- ১২/০৯/২০২৪ খ্রি:, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ (সংশোধিত ২০২০) এর ৭/৩০। মামলাটি রুজু হবার পর পর আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে জানতে পাড়ি ভিকটিম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা এলাকায় অবস্থান করছেন। এই বিষয় জানার পর পরি তদন্তকারী অফিসার এসআই(নিরস্ত্র) মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা এলাকা অভিযুক্ত মো: নাহিদ হোসেন(২২) নামে এক যুবককে গ্রেপ্তার সহ ভিকটিমকে উদ্ধার করেন। তিনি আরো বলেন উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেফতারকৃত অভিযুক্তকে আগামীকাল বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হবে এবং মামলাটি তদন্তাধীন আছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ৪৮ ঘন্টার মধ্যে ভিকটিম উদ্ধার সহ এক যুবক গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ