পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাবের আয়োজনে ক্লাবের সংস্কার ও মেরামত
বগুড়ার সারিয়াকান্দিতে শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাবের আয়োজনে ক্লাবের সংস্কার ও মেরামত পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান আলী মুকুল, উপজেলা জামায়াত আমির মাওলানা ইকবাল হোসেন,হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু অরুনাংশু কুমার সাহা, উপজেলা বিএনপি নেতা সিরাজুল ইসলাম ফুল, সাহাদৎ হোসেন সনি, শরিফুল ইসলাম হীরা, সারিয়াকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিউল আলম ডুয়েল প্রমুখ। এ সময় বণিক সমিতির সভাপতি জহুরুল ইসলাম বাদশা, বিএনপি নেতা মোজাম্মেল হক, সাহাজাত হোসেন পল্টন,
আমিরুল মোমিন পিন্টু, সাংবাদিক আমিনুল ইসলাম হিরু উপস্থিত ছিলেন।