শিরোনাম
কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত   » «    ফ‍্যাসিবা আ’ওয়ামী সরকারের সকল মামলায় খালাস “বাবর” মদনে আনন্দ মিছিল   » «    দৌলতপুরে ইউসুফ হত্যা মামলার প্রধান আসামি এলমেচ গ্রেফতার   » «    ভারত যাওয়ার পথে ইডেন ছাত্রলীগ নেত্রীসহ গ্রেফতার ২   » «    সবজিতে স্বস্তি ফিরলেও চড়া মাছ-মুরগি ও চালের বাজার   » «   

মানিকগঞ্জের সিংগাইরে পাম্প চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত-১

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে পানির পাম্প (মোটর) চুরি করতে গিয়ে গ্রামবাসীর গণধোলাইয়ের শিকার হয়ে মোক্তার আলী (৫১) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, শনিবার (১৪ সেপ্টেম্বর) ভোররাতে জেলার সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের উত্তর কাংশা গ্রামে। সে ওই এলাকায় হযরত আলী ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায়, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের উত্তর কাংশা গ্রামের হযরত আলী ফকিরের পুত্র মোক্তার আলী একই গ্রামের মুসা ও মালেক মিয়ার সেচের মোটর চুরি করতে যায়। এ সময় স্থানীয়রা টের পেয়ে চোরকে ধাওয়া করে মোক্তারকে আটক করে গণধোলাই দেয়। এতে সে গুরুতর আহত হয়ে পড়ে। আহত অবস্থায়  এলাকাবাসী শনিবার সকালে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সিংগাইর থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে  ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল হাসপাতাল  মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সিংগাইর থানায় সদ্য যোগদান করা ওসি মো.জাহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * মানিকগঞ্জের সিংগাইরে পাম্প চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত-১
সাম্প্রতিক সংবাদ