পাবিপ্রবিতে অনুষ্ঠিত হচ্ছে সিরাত সেমিনার

পাবিপ্রবি প্রতিনিধি:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) সিরাত সেমিনারের  আয়োজন করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর (রবিবার) কেন্দ্রীয় মসজিদে আসর থেকে এশা পর্যন্ত পাবিপ্রবিয়ান দ্বীনি পরিবারের উদ্যোগে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত নিয়ে সেমিনারের আয়োজন করা হয়েছে।

এ সেমিনারে আলোচনা করবেন দাঈ, লেখক ও ‘Ammar’s Online Institution’ (AOI) এর প্রতিষ্ঠাতা মাওলানা আম্মারুল হক; দাঈ, লেখক ও ইসলামিক এ্যাক্টিভিস্ট জাকারিয়া মাসুদ; পাবলিক স্পিকার ও ‘Youth Foundation Talora’ এর প্রতিষ্ঠাতা মুহাম্মাদ রাফিউজ্জামান।

পাবিপ্রবিয়ান দ্বীনি পরিবারের কোঅর্ডিনেটর আশরাফুল ইসলাম সিয়াম  বলেন, “আমরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোকে জীবন গড়তে চাই। একমাত্র নবীজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দেখানো পথেই এই পৃথিবীতে শান্তি আসবে। আমরা এই সেমিনারের মাধ্যমে সেই পথ অনুসরণ করতে চাই।  আগামীতে আমরা ক্যাম্পাসে সুদ মুক্ত ঋণ দিতে চাই। এজন্য খুব শীঘ্রই কর্যে হাসানাহ ফান্ড গঠন করার উদ্যোগ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, পাবিপ্রবির ক্যানভাসে ইসলাম ও ছাত্র-ছাত্রীদের রঙ তুলিতে মুসলিম উম্মাহর প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে ২০২৩ সালে ‘পাবিপ্রবিয়ান দ্বীনি পরিবার’ নামে সংগঠনটি কাজ শুরু করে।

ইতোমধ্যে সংগঠনটি একটি সমৃদ্ধশালী ইসলামীক ভ্রাম্যমাণ লাইব্রেরী প্রতিষ্ঠা করেছে।  এছাড়াও তারা বিভিন্ন ধরনের ইসলামিক প্রতিযোগিতার আয়োজন করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * পাবিপ্রবিতে অনুষ্ঠিত হচ্ছে সিরাত সেমিনার
সর্বশেষ সংবাদ