নোয়াখালীর ভেঙ্গে দেয়া হলো ফকির চাড়ু মিজি শাহ্ (র.) দরগাহ্ মাজার

নোয়াখালী সংবাদদাতা:
নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার ঐতিহ্যবাহী ফকির চাড়ু মিজি শাহ্ (র.) মাজার (দরগাহ বাড়ির মাজার) ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরের দিকে ১৮-২০ জনের একদল দুর্বৃত্ত এ ঘটনায়।
স্থানীয়রা জানান, লক্ষ্মীনারায়ণপুর দরগাহ্ বাড়িতে প্রায় ২৫০ বছর আগে চাড়ু মিজি শাহ্‌ নামের এক সাধুকে দাফন করা হয়েছিল। পরবর্তীকালে তাঁর দাফনস্থান ঘিরে মাজার তৈরি করেন ভক্তরা। প্রতিবছর সেখানে ৭ দিনব্যাপী মেলার আয়োজন করা হতো। যদিও সেখানে বছরের বাকি সময়জুড়ে বড় পরিসরে কোনো কার্যক্রম চালানো হতো না।
মাজার কমিটির সভাপতি ও নোয়াখালী পৌর বিএনপির সভাপতি আবু নাছের জানান, সকালে মাজার কমিটির সাধারণ সম্পাদক তাজুল ইসলামের ছেলে মো. বিজয়ের নেতৃত্বে ১৮-২০ জনের একদল দুর্বৃত্ত মাজারে হামলা চালিয়ে কবরস্থান ও দেয়াল গুঁড়িয়ে দিয়েছে। আবু নাছের বলেন, আমাদের মাজারে বছরে একবার দেশীয় পণ্যের মেলা হয়। এখানে কোনো অসামাজিক কার্যকলাপ হয় না। আমরা তিলে তিলে মাজারের নামে প্রায় এক একরের মতো জায়গা কিনেছি। বিজয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। সে এখন বলে বেড়ায় তারা নাকি দেশ স্বাধীন করেছে।’
আবু নাছের আরও বলেন, ‘মাজার ভাঙচুরের বিষয়ে তাজুল ইসলাম তার ছেলে বিজয়কে জিজ্ঞেস করলে সে বলে, “মাজার বেদাত, তাই এটা ভাঙচুর করা হয়েছে।” মাজারটি পুনরায় সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
এদিকে মাজার ভাংচুরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন অনেকে। শাহাদাত মিলন (Shahadat Milon) নামে এক যুবক তার ওয়ালে লিখেন, “আমাদের এলাকার ঐতিহ্যবাহী প্রায় ২০০ বছরেরও পুরোনো রাজা রায়বাহাদুরের আমলের মাজার ফকির চাঁড়ু মিজি শাহ্ র (রঃ) দরগাহটি গতকাল ভোরে ভেংগে দিয়েছে হারামজাদাগুলো।
এই মাজার নোয়াখালীর ইতিহাস ঐতিহ্যের একটি গুরত্বপূর্ণ অংশ। এই ফকিরের নামের উপরেই আমাদের এলাকার বড় বাড়িগুলোর একটি দরগাহ্ বাড়ি। যে বাড়িতে প্রায় ৫০০ মানুষের বসবাস। আশা করছি, দরগাহ বাড়ির মানুষ এবং এলাকাবাসী তাদের ঐতিহ্য রক্ষায় সক্রিয় হবেন। উল্লেখ্য রাজা রায় বাহাদুর সাহেব ফকির চাড়ু মিজি শাহ্ ভক্ত ছিলেন এবং এই মাজার প্রাঙ্গণকে কেন্দ্র করে বাংলা মাঘ মাসের ১ তারিখ থেকে সপ্তাহব্যাপী এখানে দরগাহ্ মেলা নামে ঐতিহাসিক একটা মেলা হয়।”
অভিযোগের বিষয়ে জানতে বিজয়ের মোবাইল ফোনে কল করা হলে বন্ধ পাওয়া যায়। সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাবজেল আহমেদ বলেন, ‘ মাজার ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * দরগাহ্ মাজার * নোয়াখালীর ভেঙ্গে দেয়া
সর্বশেষ সংবাদ