শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

গোপালপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি-বিলকিছ সুলতানা, সম্পাদক-আরিফুল হক মঞ্জু

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইলের গোপালপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। বাখুরিযা বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিলকিছ সুলতানাকে সভাপতি  ও শাহাপাড়া মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আরিফুল হক মঞ্জুকে সাধারণ সম্পাদক করে ৫৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষে শুক্রবার মেহেরুন্নেছা মহিলা কলেজে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। উড়িয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি আবু ঈসা মুনিম, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার লেলিন, সদস্য সচিব বদিউজ্জামান রানা, পৌর যুবদলের আহব্বায়ক আবদুল্লাহ আল মামুনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং শিক্ষকবৃন্দ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * গোপালপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি-বিলকিছ সুলতানা
সাম্প্রতিক সংবাদ