ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত 

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে পীর সাহেব  চরমোনাই ঘোষিত ৭ (সাত) দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর)  বিকেলে উপজেলার পাবলিক ক্লাব এন্ড লাইব্রেরী মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা  উপজেলা শাখার সভাপতি মুফতী ওমর ফারুক ফারুকীর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সুরা সদস্য মাওলানা মুফতী আব্দুর রহমান কাশেমী, প্রধান বক্তা হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের কুড়িগ্রাম জেলা শাখার জয়েন্ট সেক্রেটারী মাওলানা মোঃ হাফিজুর রহমান এছাড়াও  ইসলামী আন্দোলন বাংলাদেশের কুড়িগ্রাম জেলা ও ভূরুঙ্গামারী উপজেলা শাখার বিভিন্ন নেতাকর্মীরা এতে বক্তব্য রাখেন।
বক্তারা উক্ত সমাবেশে ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার করে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত এবং তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তোলেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ