রাজনৈতিক দলগুলো ছাত্র-জনতাকে দাস বানিয়ে রেখেছিলো: নীলফামারীতে প্রধান সমন্বয়ক তারিকুল
স্টাফ রিপোর্টার:
নীলফামারীতে বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর বিভাগীয় দ্বায়িত্বপ্রাপ্ত প্রধান সমন্বয়ক তারিকুল ইসলাম বলেন, গত ৫৩ বছরে রাজনৈতিক দলগুলো ছাত্র-জনতাকে দাস বানিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করেছে, কোন উন্নয়ন করেন নাই।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর/২৪) বিকালে বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-জনতার এক মতবিনিময় সভায় এসব বলেন তিনি।
সমন্বয়ক বলেন, ছাত্র-জনতার রাষ্ট্র বিনির্মাণের যে আন্দোলন, রাষ্ট্র সংস্কারের যে আন্দোলন-সে আন্দোলনকে বাঁধাগ্রস্থ করার জন্য এখন পর্যন্ত ফেসিষ্ট শক্তি ছলে বলে কৌশলে তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই সকলকে এক হয়ে শ্বৈরাচারদের বিরুদ্ধে স্বোচ্চার ভূমিকা পালন করতে হবে।
তারিকুল আরও বলেন, আমরা এমন এক বাংলাদেশ নির্মাণ করবো,যে বাংলাদেশে রাষ্ট্র তার জনগণের কথা চিন্তা করবে, রাষ্ট্রের কথা চিন্তা করবে। জনগন থাকবে শান্তিতে। সেইসাথে তিস্তা মহা-পরিকল্পনা নিয়ে কাজ করবো।
এসময় সমন্বয়ক রাকিব রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সমন্বয়ক এস আই শাহিন, জহির রায়হান রেদওয়ান, মিশু আলী, সজীব আহমেদ,সুমন বসুনিয়া, রকিব মাসুদসহ অনেকে। এরআগে গণঅভ্যুত্থানের প্রেরণায় শহীদ সাজ্জাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন তারা।