বাকেরগঞ্জের কলসকাঠী ইউনিয়নে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ
( বরিশাল ) প্রতিনিধি:
বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল ওয়াহিদ তালুকদার মুন্না দীর্ঘদিন অনুপস্থিত থাকায় একই ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য সৈয়দ আরিফুল করিম দুলাল প্যানেল চেয়ারম্যান হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কলসকাঠী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দোয়া-মোনাজাতের মাধ্যমে তাঁকে দায়িত্ব প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলসকাঠী ইউনিয়নের সচিব, শিক্ষক নেতা কামাল হোসেন হাওলাদার, ইউপি সদস্য ২নং ওয়ার্ডের মোঃ নূরুল ইসলাম মোল্লা, ৩ নং ওয়ার্ডের মোঃ জাকির হোসেন খান, ৪নং ওয়ার্ডের মোঃ মতিউর রহমান, ৫নং ওয়ার্ডের নিজাম উদ্দিন, ৬নং মোঃ ওয়াহেদ খান, ৭নং ওয়ার্ডের মোঃ জাফর হাওলাদার, ৮নং ওয়ার্ডের হাবিবুর রহমান বাদল, ৯নং ওয়ার্ডের সীমা বেগম, ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্যা অঞ্জলি রানী মুখার্জি, ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্যা রোজিনা বেগম ও ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্যা সাহিদা পারভীন প্রমূখ। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ৫ আগস্ট থেকে কলসকাঠী চেয়ারম্যান ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদার পরিষদে অনুপস্থিত থাকায় সেবা কার্যক্রমে বন্ধ থাকে। তাই পরিষদের ১২ জন সদস্যদের মধ্য থেকে প্যানেল চেয়ারম্যান নির্বাচনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা গোপন ভোটের মাধ্যমে তিনজনকে প্যানেল চেয়ারম্যান মনোনীত করে স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রেরণ করেন।
গত ১০ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কলসকাঠী ইউনিয়নে ইউপি সদস্য সৈয়দ আরিফুল করিম দুলালকে প্যানেল চেয়ারম্যান-১, হাবিবুর রহমান বাদলকে প্যানেল চেয়ারম্যান-২ ও অঞ্জলি রানী মুখার্জি প্যানেল চেয়ারম্যান-৩ মনোনীত করে দায়িত্ব প্রদানের জন্য জেলা প্রশাসককে নির্দেশ প্রদান করেন।