গাজীপুরের কালীগঞ্জে সাবেক এমপি চুমকিসহ ৩১ জনের নামে হত্যা মামলা

গাজীপুরের কালীগঞ্জে  সাবেক প্রতিমন্ত্রী   বাংলাদেশ   আওয়ামীলীগের   মহিলা   বিষয়ক   সম্পাদক   মেহের   আফরোজ চুমকিসহ   ৩১   জনের   নাম   উল্লেখসহ   আরো   ৩০   জন   অজ্ঞাত   ব্যক্তিকে   আসামী   করে গাজীপুর সিনিয়র   জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট   আদালতে মামলা   দায়ের করা   হয়েছে। বুধবার(১১ সেপ্টেম্বর) নিহতের চাচাতো ভাই তোফাজ্জল হোসেন মোফা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলাসূত্রে   জানাযায়,   গত   ২০১৪   সালের   ১৩   জুলাই  সন্ধ্যায়   তাজুল   ইসলাম   নামে আরএফএল কোম্পানির ডিস্ট্রিবিউটর পদে চাকুরি প্রত্যাশী   চাকরিতে যোগদানের উদ্দেশ্যে   উপজেলার   জামালপুর   গুদারাঘাটের   খেয়া   পারাপারের   জন্য   অবস্থান   করলে   মেহের আফরোজ চুমকির উদ্দেশ্যে তাজুল ইসলাম কে ধরে পার্শ্ববর্তী সোনালি ব্যংক মোড়ে নিয়ে যায় একদল সন্ত্রাসী। সেখানে এলোপাথাড়ি মারধরের পর তাকে পাশ্ববর্তী রাবেয়া স্কুলের একটি কক্ষে নিয়ে আবদ্ধ করে। সেখানে অমানবিক নির্যাতন করে হত্যা করা হয় এবং লাশ গুমের উদ্দেশ্যে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়া হয়। এর দুইদিন পর নদীতে অজ্ঞাত ব্যাক্তিরর লাশ ভেসে উঠলে তার সজনরা খোঁজ পেয়ে লাশটি তাজুল ইসলামের বলে সনাক্ত করে। রাজনৈতিক পরিস্থিতির কারণে তখন মামলা করতে না পেরে এখন মামলাটি দায়ের করেন তাঁর চাচাতো ভাই তোফাজ্জল হোসেন মোফা।মামলায় অন্যান্য আসামীরা হলেন বাংলাদেশ তাতী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার চুপাইর এলাকার রজনীকান্ত দেবনাথের পুত্র খগেন্দ্র চন্দ্র দেবনাথ (৬২), জামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক ইবুনিযন পরিষদের চেয়ারম্যান কলাপাটুয়া গ্রামের মৃত   কফিল   উদ্দিনের   পুত্র   ম্াহবুবুর   রহমান   খান   ফারুক   মাস্টার   (৬০),   মোক্তারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিজ উদ্দিন শেখ এর পুত্র আলমগীর হোসেন শেখ(৫২), জামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ও বর্তমান ইউপি চেয়ারম্যান জামালপুর গ্রামের মৃত বাতেন মোড়ল এর পুত্র খাইরুল আলম (৩০), উপজেলা যুবলীগের সভাপতি জামালপুর গ্রামের মৃত মোসলেহ উদ্দিন শেখের পুত্র আলমগীর শেখ(গন্ডার)   (৪৮),খলাপাড়া   গ্রামের   নাজিম   উদ্দিন   এর   পুত্র   রুবেল   কাজী(৪০),   একই গ্রামের   মৃত   রফিজ   উদ্দিনের   ছেলে   সিরাজুল   ইসলাম(৫০),   কলাপাটুয়া   গ্রামের মোতালিব সরকারের পুত্র কবির সরকার সবুজ(৪০) ও রেজাউল সরকার(৫৫), একই গ্রামের আরমান   মোল্লার   ছেলে   জুয়েল   মোল্লা(৩৮),   একই   গ্রামের   আউয়াল   সরকারের   পুত্র সাখাওয়াত সরকার(৩৬),   জামালপুর গ্রামের   মৃত আরমান   (মাস্টার)মোড়লের পুত্র   বরুন মোড়ল(৪০),   খলাপাড়া   গ্রামের   মৃত   নির্মল   পালের   পুত্র   সুব্রত   পাল(৪০),   জামালপুর গ্রামের ফজলুল হক মোড়লের পুত্র বাদশা মোড়ল(৪০), একই এলাকার ইব্রাহীম মোল্লার পুত্র নেছার উদ্দিন মোল্লা (৫৩),তুমিলিয়া গ্রামের নাসির উদ্দিনর পুত্র বশির (৫৫),গামচক জামালপুর   গ্রামের   আবুল   হোসেনের   পুত্র   জাকির   হোসেন   (৪২),   বাগদি   গ্রামের সুরুজ শেখের পুত্র মোহাম্মদ রেজাউল(৪০), বড়াইয়া গ্রামের মৃত সাদেক খানের পুত্র জাহাঙ্গীর খান (৪৭), নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বেলদী গ্রামের সাইজুদ্দিনের পুত্র ইসমাইল প্রধান (৪৮), কালীগঞ্জ উপজেলার কাপাইশ গ্রামের আবু তাহের মাঝি উরফে সিঙ্গাপুরী   (৫৫),   বান্দাখোলা   গ্রামের   হাবিবুর   রহমান   উরফে   বুইদা   হাজীর   পুত্র আনিছুর রহমান (৫৫), শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের মফিজউদ্দিনের পুত্র জলিল(৫৮), কালীগঞ্জের   দেওপাড়া   গ্রামের   মৃত   ফজলুর   রহমানের   পুত্র   সাখাওয়াত   হোসেন   (৪৮), কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বোয়ালী গ্রামের মৃত আরম   ভূইয়ার   পুত্র   গণি   ভূইয়া   (৬২),দেওপাড়া   গ্রামের   মতিউর   রহমানের   পুত্র   মোঃ মাহমুদ(৫০), ছৈলাদী গ্রামের মৃত সামসুদ্দিনের পুত্র চাঁন মিয়া মেম্বার(৫০), পৌর যুবলীগের সাবেক সভাপতি কালীগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি সাংবাদিক ও মুনসেফপুর গ্রামের সোলাইমান খন্দকারের পুত্র ইব্রাহীম খন্দকার(৪৮), পুন্নাইর টেক এলাকার সিরুর পুত্র বজলুর রহমান(৫২), জামালপুর গ্রামের আবু সাইদের পুত্র মিলন হোসেন(৩৭)।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ