নীলফামারীতে সড়ক পরিবহন মালিক গ্রুপের সংবাদ সম্মেলন

নীলফামারীতে জোর করে কাগজে স্বাক্ষর ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সড়ক পরিবহন মালিক গ্রুপ। রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের মার্কাজ মসজিদ সংলগ্ন মাদ্রাসায় সংবাদ সম্মেলন করেন  জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৬ আগষ্ট সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় সংগঠনের দাপ্তরিক কাজ করতেছিলাম। এমন সময় সংগঠনের সাধারণ সদস্য আরেফ রব্বানী মানিক, নূরে আলম, আবু তাহের, আবুল হাসনাত রাসেল, কাজী তরিকুল ইসলাম, মোফাখখারুল ইসলাম , রাজু , বড় বাবু, সিরাজ, আরমান , আইয়ুব আলী ও জামিয়ার রহমান কিছু বহিরাগতদের সাথে নিয়ে আমার অফিসে আসে এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। ওই সময় আমি অফিসে একা থাকায় কিছু সময় কালক্ষেপণ করতে লাগলে তারা আমায় অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মেরে ফেলার হুমকি দিয় আটকে রাখে। এসময় তারা আমাকে মানসিক ও শারীরিকভাবে লাঞ্ছিত করে আমার ইচ্ছার বিরুদ্ধে একটি কাগজে স্বাক্ষর নেয়।
শাহজাহান চৌধুরী আরও বলেন , স্বাক্ষর নেওয়ার কিছুক্ষণ পর ৮-১০জন শ্রমিকনেতা ও স্থানীয়রা এসে আমাকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে। আমি শারীরিকভাবে অসুস্থ থাকায় তাৎক্ষণিক কোনো আইনি পদক্ষেপ নিতে পারি নি। সুস্থ্য হওয়ার কিছুক্ষণ পর গত ২৬ আগষ্ট থানায় একটি অভিযোগ দিয়েছি। অভিযোগ দেওয়ার পরও এখন পর্যন্ত পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করে নি ।
সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মালিক গ্রুপের সাংগঠনিক আবুল হোসেন ব্যাপারী, সাধারণ সদস্য এস. আর শফিক সাদিক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ