হরিপুরে স্কুল ছাত্র-ছাত্রীদের মধ্যে দুর্নীতিদমন কমিশনের উপহার সামগ্রী বিতরণ

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুরে দুর্নীতিদমন কমিশনের আয়োজনে হরিপুর উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩শত জন ছাত্র-ছাত্রী কে শিক্ষার উপকরণ হিসাবে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পৃথক পৃথক ভাবে হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মসানগাঁও উচ্চবিদ্যালয়, বীরগড় আলিম মাদ্রাসা ও কাঠালডাঙ্গী বালিকা উচ্চবিদ্যালয় ছাত্র-ছাত্রীদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রী ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেন ঠাকুরগাঁও জেলা দুর্নীতিদমন কমিশনের সহকারি পরিচালক আজমির শরিফ মারজী। এসময় তিনি স্কুলের কমিশনের সততা স্টোরগুলো পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, হরিপুর উপজেলা দুর্নীতিমন প্রতিরোধ কমিটির সম্পাদক দেলোয়ার হোসেন মালেক, নির্বাহী সম্পাদক ও সাংবাদিক আব্দুর রশিদ, প্রধান শিক্ষক জামাল উদ্দীন, নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন । মোকাম্মেল হোসেন প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ