শিরোনাম
কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত   » «    ফ‍্যাসিবা আ’ওয়ামী সরকারের সকল মামলায় খালাস “বাবর” মদনে আনন্দ মিছিল   » «    দৌলতপুরে ইউসুফ হত্যা মামলার প্রধান আসামি এলমেচ গ্রেফতার   » «    ভারত যাওয়ার পথে ইডেন ছাত্রলীগ নেত্রীসহ গ্রেফতার ২   » «    সবজিতে স্বস্তি ফিরলেও চড়া মাছ-মুরগি ও চালের বাজার   » «   

শ্রীবরদীতে দুই ভাইয়ের নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলায় দুই ভাইয়ের নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মালাকোচা চেয়ারম্যান বাড়ীর সামনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্টিত হয়। মানবন্ধেন প্রায় ২ হাজার মানুষ অংশ নেয়। হত্যার শিকার দুই ভাই, ইটন এবং শরিফুল ৫০০ টাকা চাঁদা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত হন।
মামলা ও পরিবারের সদস্য সূত্রে জানা যায়, ২৪ আগষ্ট সকালে চাদা দাবী নিয়ে একই পরিবারের ৫ জন কে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করে আলতাফ হোসেন সিরে ও তার সহোযোগিরা পরে পরিবার ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ঐ দিন চিকিৎসারত অবস্থায় ইটন মিয়া মৃত্যুবরন করেন,বাকী গুরুত্বর আহত শরিফুল ও আব্দুর রহমান কে কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হাসপাতালে পাঠানো হয়, ১৫ দিন চিকিৎসাধীন অবস্থায় গতকাল শরিফুল ইসলাম ও মৃত্যুবরন করেন।আব্দুর রহমান কিছুটা সুস্থ হলেও তিনিও আশংকাজনক অবস্থায় রয়েছেন৷
এঘটনায় নিহতের ভাই তোতা মিয়া বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত নামীয় ২০ জনকে আসামী করে ২৫ আগস্ট শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।এতে ১ নং আসামী আলতাফ হোসেন সিরা ও ধারাবাহিক ভাবে সুজন, সুহেল, মুকুট, রাসেল, মাসুদ, গোল্লা কে এজহারভোক্ত আসামী করা হয়। নিহতের বড় ভাই আব্দুর রহমান কে ১নং স্বাক্ষী করা হয়।
মানববন্ধনে নিহতের ভাই মো: আব্দুল আল মামুন বলেন, আমার দুই ভাই কে পূর্ব পরিকল্পনায় হত্যা করা হয়েছে,৫০০ টাকা চাদা না দেয়ায় এই হত্যাকান্ড সংঘটিত করা হয়েছে, আমি হত্যাকারী দের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ও ফাশি দাবী করি।
নিহতের ভাতিজা নাসিম আহম্মেদ তপু বলেন বিচার প্রক্রিয়া বিলম্বিত হলে পরবর্তী সময়ে আরও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, অপরাধীরা গ্রেপ্তার না হলে এলাকার সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে। এঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
এসময় রানীশিমুল ইউনিয়ন বি এন পির সভাপতি সাকিল মিয়া,ইউ পি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ, ইমন মিয়া, নবীন মিয়া,টুটুল সহ মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যার সাথে জড়িতদের দ্রুত ফাঁসির দাবী করেন।
শ্রীবরদী থানার ভারপাপ্ত ওসি কাইউম খান সিদ্দিক বলেন যে, দ্রুত সময়ে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সাম্প্রতিক সংবাদ