পর্দা উঠতে যাচ্ছে পঞ্চম বারের মত লন্ডনে বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ক্রিকেট টুর্নামেন্ট
চাটখিল প্রতিনিধি:
লন্ডনে অবস্থানকারী বাংলা ভাষা ভাষীদের জমকালো আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম বারার মত বাংলাদেশ ডিস্ট্রিক্ট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪।
মোট ৮ টি দলের সমন্বয়ে অনুষ্ঠানে হতে যাচ্ছে লন্ডনে আয়োজিত বাংলা ভাষা ভাষীদের ৫ম আসর বাংলাদেশ ডিস্ট্রিক্ট ক্রিকেট টুর্নামেন্টের। ১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) স্থানীয় সময়ে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের অংশ গ্রহণ করছেন নোয়াখালী ওয়েল্ড্রাস ক্লাব।
নোয়াখালী ওয়েল্ডাস এর পক্ষ থেকে খেলায় অংশে গ্রহণ করবেন, জনি, মারুফ হোসেন, শাকিল, টিপু, নিশাত জাহীদ, জাহীন, আমিন রাহাত, ফয়সাল, তাওফিক, আহমেদ জামিল, হৃদয়, ইব্রাহিম, কিরন, রাসেল, ইরতেজা সাকিব ও রাহাত।