সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে ভেলাবাড়ি ইউনিয়নের বাঙালী নদীর তীরবর্তী বাঁশহাটা এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বাঁশহাটা গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে সোহেল মিয়া ও তার আত্মীয় স্বজন প্রিন্স, রুবেল রিপন,আলমগণ মেইন রোডের উপর কয়েকটি ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন যাবত বালু উত্তোলনের মহোৎসব চালিয়ে যাচ্ছে। এতে করে বাঙালি নদীর বাম তীরবর্তী এলাকায় ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান বলেন, নারচী ইউনিয়নে বাঙালি নদীতে সলুরঘাটে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * উত্তোলনের মহোৎসব * সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন কালে ৫ জনের কারাদণ্ড
সর্বশেষ সংবাদ