শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে যারা হত্যা করেছে তাদের ক্ষমা নেই: এনডিপি
স্টাফ রিপোর্টার:
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি’র চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা খোন্দকার গোলাম মোর্ত্তজা বলেন, এনডিপি’র প্রতিষ্ঠাতা মহাসচিব, জাতীয় বীর শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে পরিকল্পিতভাবে খুনী হাসিনার সরকার ফাঁসি দিয়ে হত্যা করেছে। যেই দোষে তাকে দোষী করেছে তিনি সেই দোষের সাথে সম্পৃক্তই ছিলেন না। মুক্তিযুদ্ধের সময় তিনি সেই সময় পাকিস্তানে ছিলেন। অথচ যুদ্ধাপরাধীর তকমা লাগিয়ে তাকে হত্যা করা হয়েছে। পাকিস্তানে একজন বিচারপতি সাক্ষী দিতে চেয়েছিলেন, তাকেও আসতে দেওয়া হয়নি। এভাবে বহুজনকে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে খুনী হাসিনা সরকার অনেককে হত্যা করেছে। আমরা সকল হত্যাকান্ডের বিচার চাই। বিশেষ করে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে খুনী হাসিনাসহ যারা এই হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত তাদের কাউকে ক্ষমা করার সুযোগ নেই। আইনের আওতায় এনে প্রত্যেককে বিশেষ ট্রাইব্যুনালে বিচারের কাঠগড়ায় দাঁড় কারিয়ে একইভাবে ফাঁসির কাষ্টে ঝুলাতে চাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিছুই চাই না, শুধু ন্যায় বিচার চাই।
১০ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় ১১৬/২, নয়াপল্টন, বক্স কালভার্ট রোড, ঢাকার জননেতা আনোয়ার জাহিদ মিলনায়তনে এনডিপি’র ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনডিপি’র মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ এবং শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীসহ যাদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি তাদেরকে জাতি সব সময় গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি বলেন, এখনও আয়না ঘরে এম ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাজেদুল ইসলাম সুমনসহ যারা রয়েছে তাদেরকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। আগামী ৭ দিনের মধ্যে এনডিপি’র নিবন্ধন ফিরিয়ে না দিলে নির্বাচন কমিশনের সচিব সহ যারা এখন দায়িত্বে রয়েছে তাদেরকে দায় নিতে হবে। কারণ এনডিপি থেকে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী বাঘ মার্কা নিয়ে নির্বাচিত হয়েছিলেন। দেশের সংবিধান অনুযায়ী কোন রাজনৈতিক দলের একজন যদি সংসদ সদস্য নির্বাচিত হয় সেই দলকে নিবন্ধন দিতে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু সেখানেও খুনী হাসিনা এনডিপি’র সাথে প্রহোসন করেছে। তিনি এনডিপি’র সহকারী মহাসচিব আনিসুজ্জামান খোকনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনডিপির প্রেসিডিয়াম সদস্য নাজমুন নাহার মিনতি, এডভোকেট ফরিদ উদ্দিন ভূইয়া, অনামিকা আজমী, ভাইস চেয়ারম্যান রাজু আহমেদ, আশরাফুজ্জামান, মোঃ সাইফুল ইসলাম, শাহজাদী আয়েশা সিদ্দিকা, যুগ্ম মহাসচিব হায়াত মাহমুদ, এম জি গোলাম মোস্তফা রাজু, দপ্তর সম্পাদক কামাল হোসেন, সহকারী মহাসচিব মোস্তফা মনির, খন্দকার জাহিদ, আরকে রিপন, ঢাকা মহানগর সদস্য সচিব আবদুর রহিম জাহিদ প্রমুখ। এর আগে সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সভার শুরুতেই এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীসহ ২০২৪ এ গণঅভ্যূত্থানে যারা শহীদ হয়েছেন এবং এনডিপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার জাহিদসহ সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করার কারণে এবার জাকজমক পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।