সৈয়দপুরে দুইটি ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন ও খাতামধুপুর ইউনিয়ন কমিটির উদ্যোগে বৃহস্পতিবার ও শুক্রবার দুইদিনে এই সম্মেলনের আয়োজন করা হয়।
কাশিরাম বেলপুকুর ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন শুক্রবার (৬ সেপ্টেম্বর) সিপাইগন্জ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম।
সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মাষ্টার খায়রুল আলম
বক্তব্য রাখেন ইউনিয়ন বায়তুল মাল সম্পাদক সুলতান শাহ ফকির, অফিস সেক্রেটারি মাওলানা আব্দুল জলিল সহ ওয়ার্ড সভাপতি বৃন্দ। ইউনিয়ন সহ সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুস সবুরের পরিচালনায় সম্মেলনে ৩ শতাধিক কর্মী অংশ গ্রহণ করেন।
এদিকে গত বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে বেলা দেড়টা পর্যন্ত খালিশা বেলপুকুর উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে অনুষ্ঠিত হয় খাতামধুপুর ইউনিয়নের কর্মী সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। তাফসীরুল কুরআন পেশ করেন জেলা শুরা সদস্য চাপড়া কাশিরাম আলীম মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা পীরজাদা সাজেদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা কর্মপরিষদ সদস্য সাবেক উপজেলা আমীর আলফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম।
বক্তব্য রাখেন, উপজেলা সহকারী সেক্রেটারি ও কাশিরাম বেলপুকুর ইউনিয়ন সভাপতি মাষ্টার খায়রুল আলম, খালিশা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম ও সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, খাতামধুপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজাহারুল ইসলাম, তারাগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন।
খাতামধুপুর ইউনিয়ন জামায়াত সেক্রেটারি মাওলানা হাফিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন সৈয়দপুর সাহিত্য সাংস্কৃতিক সংগঠন (সৈসাস) এর শিল্পীবৃন্দ। শেষে প্রধান অতিথি দোয়া মুনাজাত পরিচালনা করেন। এতে ইউনিয়নের প্রায় ৩ শতাধিক কর্মী অংশ গ্রহণ করেন।\