ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১

দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেক একটি ট্রাকের ধাক্কায় শ্রী সৌরভ পাহান (২২) নামে এক চালকের সহকারী নিহত হয়েছেন।  শুক্রবার (৬ সেপ্টেম্বর) আনুমানিক সকাল ৫ টায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের উপজেলার কানাগাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৌরভ পাহান জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সুলতানপুর এলাকার হরিপদ পাহানের ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দিনাজপুরের দিকে যাওয়া গাছের গুড়ি বোঝাই একটি ট্রাক আজ সকালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে গাছের গুড়ি বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকের সহকারী সৌরভ পাহান মারা যান। গুরুতর আহত হন একই ট্রাকের চালক হাফিজুর রহমান (৪৮)। পরে আহত ট্রাক চালককে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান জানান, রাস্তার উপর আগে থেকে দাঁড়িয়ে থাকা অজ্ঞাত ট্রাকটি দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছে। ট্রাকটি সনাক্তের চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্ত ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ