নোবিপ্রোবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায় ইসলামী ছাত্র আন্দোলন
নোয়াখালী সংবাদদাতা:
নোবিপ্রোবিতে সকল ধরনের ছাত্র রাজনীতি বন্ধ করার দাবিতে সংবাদ সম্মেলন করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
এছাড়াও ছাত্র ঐক্য সংসদ নামে অবৈধ প্রশাসনিক অনুমোদিনহীন সংগঠনের কার্যক্রম বাতিল ও মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল প্রদর্শন কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনসহ ৫ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন ইসলামী ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা শাখা।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী প্রেস ক্লাব সংলগ্ন দারুচিনি চাইনিজ রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য ও নোয়াখালী জেলা শাখার সাবেক সভাপতি এস এম রাসেল। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন নোবিপ্রোবির সভাপতি খলিল উল্লাহ,নোয়াখালী দক্ষিণ সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, নোয়াখালী সরকারি কলেজের সভাপতি আজাদ নুর জাফর প্রমুখ।
লিখিত বক্তব্যে তারা জানান, ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নোয়াখালী, লক্ষীপুর, ফেনীর মানুষদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ ও বিভিন্ন সহযোগিতা নিয়ে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল বাশার আজিজী পরিদর্শনে আসেন। যাত্রাপথে জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকার পরিস্থিতি দেখার জন্য ক্যাম্পাসের সামনে রাস্তার উপরে পাঁচ মিনিট যাত্রা বিরতি করেন। এ সময় ক্যাম্পাসের দায়িত্বশীল গন উনার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি কোন রাজনৈতিক কর্মসূচি বা সভা- সমাবেশ করেননি।
কেন্দ্রীয় সভাপতি শুভেচ্ছা বিনিময় করার একটি ছবি ব্যক্তিগত ফেসবুক থেকে স্ক্রিনশট নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে স্বৈরাচারের দোষরেরা প্রশাসনের অনুমোদিনহীন একটি সংগঠন ছাত্র ঐক্য সংসদের ব্যানারে মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল প্রদর্শন করে। উক্ত মিছিলে নোবিপ্রোবির কোন সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ ছিল না একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী সমন্বয়কদের সাথে কোন আলোচনা বা যোগসাজস ছিলনা। ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম হাসানের নেতৃত্বে স্বৈরাচারের দোসর ছাত্রলীগের ছেলেদের নিয়ে উক্ত বিক্ষোভ মিছিলিটি করে। এতে করে তারা স্বৈরাচারের দোসর ছাত্রলীগকে ক্যাম্পাসে পুনর্বাসন করতে পারে। এছাড়াও ক্যাম্পাসের স্বাভাবিক অবস্থাকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিক্ষোভ মিছিলটি প্রদর্শন করে বলে জানান সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন প্রশাসনের কাছে তাদের পাঁচটি দাবি তুলে ধরেন। নোবিপ্রোবি ক্যাম্পাসে ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ মর্মে আইন প্রণয়ন করা। মধ্য রাতে বিক্ষোভ মিছিল করার জন্য ছাত্র ঐক্য সংসদ প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়েছে কিনা তা জানানোর দাবি করেন তারা। বর্তমান স্বৈরাচারের দোষর মুক্ত শক্তিশালী প্রশাসন থাকার পরও কিভাবে অবৈধ অনুমোদনহীন সংগঠন গভীর রাতে ক্যাম্পাসের শহীদ মিনারে বিক্ষোভ মিছিল করে। তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ সহ এ অবৈধ অনুমোদিনহীন সংগঠন বিলুপ্তি এবং নিষিদ্ধ ঘোষণার আইনগত ব্যবস্থা নেয়ার দাবি করেন তারা। ক্যাম্পাসে বর্তমান ক্লাবগুলোর কমিটি বিলুপ্ত ঘোষণা করে স্বৈরাচারের দোষর ছাত্রলীগ মুক্ত ক্লাব নিশ্চিত করার দাবি করেন তারা। সন্ত্রাসীদের হুমকি-ধমকির মুখে সাধারণ শিক্ষার্থী সহ সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান।