পঞ্চগড়ে কোটা আন্দোলনে শহীদদের স্মরণে শহীদি মার্চ অনুষ্ঠিত
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে শহীদী মার্চ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের জজকোর্ট এলাকা থেকে এ উপলক্ষ্যে একটি বিক্ষোভ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী এলাকায় শেষ হয়। শোভাযাত্রা শেষে গোলচত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক আব্দুল বারি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলার সমন্বয়ক ফজলে রাব্বি, মখলেছুর রহমান সান,মুরাদ হাসান, সহ সমন্বয়ক আতিক হাসান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, এক মাস আগেও আমাদের স্বাধীনভাবে কথা বলার সুযোগ ছিল না। শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেলাম। তাদের স্মরণে আমরা জড়ো হয়েছি। ছাত্রসমাজের প্রতি ভালোবাসা এবং তাদের রক্তের প্রতি সম্মান জানিয়ে আমরা এসেছি। তাদের কারণেই আজ ভয়-সংকোচহীন আমরা কথা বলতে পারছি। আমরা এখনো শহীদদের বিচার পাইনি। সে বিচার আমরা চাইব।