গোপালপুরে সালাম পিন্টুর মুক্তির দাবিতে জনসভার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়

 গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
দীর্ঘ ১৫ বছর পর তার নিজ সংসদীয় আসনে অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে, জনসভা হতে যাচ্ছে তারই অংশ হিসেবে নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূল নির্দেশনা প্রদানের উদ্দেশ্যে টাঙ্গাইলের গোপালপুরে,
কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু মুক্তির দাবিতে জনসভা প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
(৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকেলে মুক্তিযোদ্ধা সংসদের এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রস্তুতিমূলক সভায় ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে সময় নির্ধারণ করে, বক্তারা জনসভাকে জনসমুদ্র হিসেবে পরিণত করতে বিভিন্ন ইউনিয়নের বিএনপি’র নেতাকর্মীদের নির্দেশনা মূলক বক্তব্য দেন।
গোপালপুর উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল এর  সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ-সম্পাদক কাজী লিয়াকত , যুগ্ম সম্পাদক আবু ঈশা মুনিম, পৌর বিএনপির সভাপতি খালিদ হোসেন উথান, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার লেলিন, শহর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ চাঁন মিয়া, এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সিটি, উপজেলা ছাত্র দলের সভাপতি মোঃ রোমান আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক দুলাল হোসেন রাবন, আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * গোপালপুরে সালাম পিন্টুর মুক্তির দাবি
সর্বশেষ সংবাদ