ঘরের মানুষ, পরের মানুষ 

আমরা সৃষ্টির সেরা জীব। মন আর হুঁশ দুটো মিলে আমরা মানুষ। মন আর হুঁশ দুটোর মধ্যে একটির অভাব থাকলে আমরা আর মানুষ থাকবো না। প্রাণ থাকিলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না।
ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয় ৫ আগস্ট ২০২৪ সালে। এরপর দেশের ক্রান্তিলগ্নে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। ছাত্রদের তোপের মুখে অনেক শিক্ষক পদত্যাগ করতে বাধ্য হয়। এমনকি ভাইরাল হওয়া অনেক ভিডিওতে শিক্ষকদের লাঞ্ছিত করার দৃশ্য দেখা গেছে। শিক্ষার্থীরা বাজার মনিটরিং করা, ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করা থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। শিক্ষার্থীরা নিজেদের পরিবার ও আত্মীয় স্বজনদের আয়ের উৎস কি? তারা কোন দূর্নীতি করছে কি-না সেসব বিষয়ে দৃষ্টি দিলে দেশের অধিকাংশ ক্ষেত্র থেকে দূর্নীতি বন্ধ হবে বলে মনে করেন বিশিষ্টজনেরা।
যে যার ঘরের মানুষের খবর রাখলে খুব বেশি পরের মানুষ থাকবেনা। ঘরের খবর নিয়ে পরের মানুষের খবর নেয়া প্রকৃত মানুষের কাজ। শিক্ষক মানুষ গড়ার কারিগর, যাদের লাঞ্ছিত করা হচ্ছে সবাই নীতি ভ্রষ্ট না। দেশে আইন আছে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নীতি ভ্রষ্ট শিক্ষকদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে কিন্তু সন্তানতূল্য ছাত্র-ছাত্রীরা তাদের লাঞ্ছিত করতে পারে না।
টিটু সরকার
গাজীপুর
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ