ব্রাহ্মণপাড়ায় এক হাজার বানভাসির মধ্যে রেডক্রিসেন্ট সোসাইটির খাদ্য সহায়তা বিতরণ
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কুমিল্লা ইউনিটের উদ্যোগে ব্রাহ্মণপাড়ায় বানভাসিদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার দুলালপুর ইউনিয়নের দুই ও তিন নং ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডের এক হাজার বন্যাদুর্গত পরিবারের হাতে চাল, ডাল, তেল ও সুজিসহ ছয় প্রকারের খাদ্য সামগ্রী তোলে স্বেচ্ছাসেবী এ সংগঠনটির সদস্যগন।
এসব খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। এসময়, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান রিপন ভূইয়া, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কুমিল্লা ইউনিটের কার্যনির্বাহী সদস্য আজিমুল আলম মজুমদার, শহিদুর রহমান জুয়েল সহ এনডিআরটির সদস্য, ইউডিআরটি সদস্য, যুব রেডক্রিসেন্ট কুমিল্লা ইউনিটের সদস্য ও বানভাসি আশ্রয়কেন্দ্রের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবী সদস্যরা উপস্থিত ছিলেন।
রেডক্রিসেন্ট সোসাইটি কুমিল্লা ইউনিটের সদস্যরা জানান, তারা প্রতিটি বানভাসি পরিবারের মধ্যে সাতদিনের কর ফুড প্যাকেজ বিতরণ করেছেন। এসব ফুড প্যাকেজে সাড়ে সাত কেজি চাল, এক লিটার সয়াবিন তেল, এক কেজি ডাল, আধা কেজি সুজি, এক কেজি লবন ও এক কেজি চিনি রয়েছে। তাদের এই কর্যক্রম বন্যাদুর্গত এলাকায় চলমান আছে।