সাতক্ষীরায় গণঅভ্যুত্থানের মাস পূর্তিতে ‘শহীদী মার্চ’ অনুষ্ঠিত সাতক্ষীরা প্রতিনিধি

কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক মাস পূর্তিতে ‘শহীদী মার্চ’ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার(৫ সেপ্টেম্বর)বিকালে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়স্থ শহীদ আসিফ চত্বরে(প্রস্তাবিত) এই ‘শহীদী মার্চ’র অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘শহীদী মার্চ’ উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে সাতক্ষীরার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শহীদদের চেতনায় দেশ স্বাধীন হওয়ার কথা ব্যক্ত করেন।এবং আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেসকল শিক্ষার্থীরা নির্বিচারে পুলিশ গুলিতে নিহত হয়েছেন তাদের খুনিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে কঠিন শাস্তি প্রদান করার আহবান জানান।এছাড়া সেসকল শিশুরা নিহত হয়েছে তাদের খুনিদেরও বিচার হবে এই নতুন বাংলাদেশে বলে তারা তাদের বক্তব্যে অভিমত ব্যক্ত করেন।
সাতক্ষীরায় অনুষ্ঠিত শহীদী মার্চের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার অন্যতম সমন্বয়ক নাজমুল হোসেন রনি, নাহিদ হাসান,মোহিনী তাবাসসুম,ইব্রাহিম খলিলুল্লাহ,সুহাইল মাহদিন সাদি,নুহা আনসারীসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এস এম হাবিবুল হাসান
সাতক্ষীরা প্রতিনিধি
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন