গণধর্ষণের অভিযোগে ২ যুবক শ্রীঘরে
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের এক নারীকে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করে ডহরনগর ফাঁড়ি পুলিশ।
পরে বোয়ালমারী থানা পুলিশ জিডি মূলে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাদেরকে বুধবার আদলতের মাধ্যমে জেল হজতে প্রেরণ করে। মঙ্গলবার রাতে পরমেশ্বরদী গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো ওই গ্রামের মৃত রামপাল দত্তের ছেলে বিজয় দত্ত (৩৬) ও হরশিত সমাদ্দারের ছেলে রনি সমাদ্দার (১৯)।
নির্যাতিত নারীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর পরিবার এ ব্যাপারে থানায় মামলা করবে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, গণধর্ষণের অভিযোগে ওই দুই যুবককে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিম চিকিৎসাধীন আছে। তাদের পক্ষ থেকে মামলা করা হবে। মামলা এবং হাসপাতালের ডাক্তারি রিপোর্ট দেখার পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।