নোবিপ্রবির ফিমস বিভাগে পিএইচডি প্রোগ্রামের যাত্রা শুরু
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পিএইচডি প্রোগ্রাম শুরু করেছে মৎস্য ও সমুদ্র বিজ্ঞান বিভাগ। অ্যাকুয়াটিক ফুড নিয়ে পিএইচডি প্রোগ্রামের অধীন গবেষণা কার্যক্রম ৫ বছর চলমান থাকবে।
বুধবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ) ইফতেখার হোসাইন এই বিষয়ে জানান।
ইফতেখার হোসাইন বলেন, “মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুই শিক্ষার্থী মো. মাহমুদুল হাসান ও মো. মাহবুবুল আলম শাওনের পিএইচডি প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো পিএইচডি প্রোগ্রামের সূচনা হয়।পিএইচডি প্রোগ্রামে অন্তর্ভুক্ত হওয়া দুই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বর্তমানে দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক ও আর্থিক প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রশাসনিক ও আর্থিক প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম শিক্ষার্থী ও বিভাগীয় শিক্ষকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।তিনি শিক্ষার্থীদের সার্বিক সফলতা কামনা করেন।”
পিএইচডি প্রোগ্রামের বিষয়ে মৎস্য ও সমুদ্র বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, পিএইচডি প্রোগ্রামটিতে ডেনমার্কের কোপেনহেগেন ইউনিভার্সিটি, যুক্তরাজ্যের স্টারলিং ইউনিভার্সিটি, এভাডিন ইউনিভার্সিটি, আইসিডিডিআরবি ও নোবিপ্রবিসহ মোট ছয়টি সংস্থা ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে ৫ বছরের জন্য চলমান থাকবে।পিএইচডি প্রোগ্রামে নির্বাচিত শিক্ষার্থীদের মাসিক বৃত্তি প্রদান করা হবে।এছাড়াও
ইউকে এবং ডেনমার্কে ছয়মাসের পড়ালেখার পাশাপাশি গবেষণামূলক কাজের জন্য দুটি যাতায়াতের খরচ বহন করা হবে।আমি অত্যন্ত আনন্দিত ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগ পিএইচডি প্রোগ্রাম শুরু করলো। পিএইচডি গবেষণার মাধ্যমে নোবিপ্রবি উচ্চশিক্ষা এবং গবেষণায় অনন্য অবদান রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
উল্লেখ্য, গত ৩০ মে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পিএইচডি প্রোগ্রামে শিক্ষার্থী আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং ১০ জুন পর্যন্ত আবেদনের সময় নির্ধারণ করা হয়।