নোবিপ্রবিতে প্রক্টর ও ৩ হলের প্রভোস্ট নিয়োগ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন প্রক্টর ও তিন হলের নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার(৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী এ তথ্য জানান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক এ. এফ. এম. আরিফুর রহমান,ভাষা শহীদ আব্দুস সালাম হলের নতুন প্রভোস্ট এপ্লাইড ম্যাথমেটিক্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হলের নতুন প্রভোস্ট ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর সরকার এবং হযরত বিবি খাদিজা হলের নতুন প্রভোস্ট ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড.মো.মামুন অর রশিদ।
এ বিষয়ে রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী বলেন,বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সাময়িক সময়ের জন্য এই নিয়োগ প্রদান করা হয়েছে।দায়িত্বপ্রাপ্তরা নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এ দায়িত্ব পালন করবেন। যোগদানের তারিখ হতে নিয়োগ কার্যকর হবে এবং বিধি মোতাবেক অনুযায়ী তিনি নির্ধারিত ভাতা ও সুযোগ সুবিধা পাবেন।
উল্লেখ্য, গত ৯ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রক্টর, ৫ হলের প্রভোস্ট সহ ৯ জন পদত্যাগ করেন।