মধ্যনগরে অবহেলায় বণিক সমিতির ঘর, সংস্কার দাবী

 (মধ্যনগর) সুনামগঞ্জ:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরের একমাত্র বণিক সমিতির ঘরটি অবহেলায় অরক্ষিত হয়ে পড়ে রয়েছে।জেলায় হাওরাঞ্চলের রাজধানী হিসেবে খ্যাত মধ্যনগর।এটি প্রাচীনকাল থেকেই ব্যাবসার অন্যতম মোকাম হিসেবে বেশ সুনাম অর্জন করেছে।যা আজো বহমান।
বাংলাদেশ স্বাধীনতা অর্জনেরপুর্বে থেকেই মধ্যনগরের স্থানীয় ব্যাবসায়ীদের নিয়ে তৈরী হয় মধ্যনগর বাজার বণিক সমিতি।সমিতির প্রথম সভাপতি তৎকালীন ব্যাবসায়ী প্রয়াত হেমচন্দ্র রায় ও সাধারণ সম্পাদক ছিলেন মোঃআব্দুল আজিজ।
ঐসময় সমিতি পরিচালনা পার্ষদের কার্যক্রমকে গতিশীল করতে একটি ঘর   সহ জমি দান করেন,তৎকালীন বিখ্যাত ব্যাবসায়ী প্রয়াত হেম চন্দ্র রায়।ঘরটি অবস্থান মধ্যনগর বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন।কয়েক বছর অস্থায়ী পোস্ট অফিসের কর্যালয় হিসেবে ভাড়াও দিয়েছিলেন বাজার কমিটি।জনমনে প্রশ্ন রয়েছে তবে কেন? নাজেহাল অবস্থায় পরে রয়েছে বণিক সমিতির এই ঘরটি।চলতি ১৪৩১বাংলার পহেলা বৈশাখ থেকেই ঘরটি খালি হয়ে অরক্ষিত ভাবে পড়ে রায়েছে।
মধ্যনগর বাজার বণিক সমিতির ঘরটিকে সংস্কারের মাধ্যমে কার্যালয় সূচনার প্রয়োজনীয়তা রয়েছে বলে জানান একধিক গুরুত্বপূর্ণ ব্যাবসায়ীগন।এতে করে যেকোন সময় পরিচালনা পার্ষদের গুরুত্বপূর্ণ সভা বা স্থানীয় ব্যাবসায়ীগণ প্রয়োজনীয় মতবিনিময় করতে পারবেন বলে অনেকেই মতপ্রকাশ করেন।এবিষয়ে মধ্যনগর বাজার বণিক সমিতির সাবেক ২বারের সভাপতি ডা.স্মৃতি ভূষণ কর বলেন-ঘরটি সংষ্কার করা অতীব জরুরী প্রয়োজন।না হয় রাতে অপরাধ মুলক কর্মকান্ডের সূচনা হতে পারে।
মধ্যনগর বাজার বণিক সমিতির সভাপতি গোপেশ সরকারের সাথে কথা বললে তিনি বলেন,এটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়।দীর্ঘদিন ঘরটি অন্যের দখলে ছিল,ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে।দেশের বর্তমান পরিস্থিতির কারণে অনেকটাই বিলম্ব হচ্ছে।তবে খুবশিগ্রই সংষ্কার করা হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * মধ্যনগরে অবহেলায় বণিক সমিতির ঘর * সংস্কার দাবী
সর্বশেষ সংবাদ