ফেনীর ৬শ পরিবারকে ত্রাণ দিলেন শালিখাবাসী

 

ভারতীয় উজানের পানি ও টানা বর্ষণে বন্যায় কবলিত ফেনী জেলার অধিকাংশ গ্রাম। এতে করে লাখ লাখ মানুষ পানিবন্দি হওয়ার পাশাপাশি মানবেতর জীবন যাপন করছে ৷ সেখানে খাদ্য ও সুপেয় পানির সংকট দেখা দিয়েছে । স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি ক্ষুধার্ত অধিকাংশ শিশু। ফলে অধিকাংশ জায়গায় ত্রাণের জন্য হাহাকার দেখা দিয়েছে৷

ফেনীর বন্যা দূর্গতদের সাহায্যের লক্ষ্যে মাগুরার শালিখা উপজেলার ছাত্র, সাধারণ , জনতা, প্রবাসীসহ শালিখা উপজেলার বিভিন্ন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অর্থায়নে ও  শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর তত্ত্বাবধানে ফেনী জেলা প্রশাসনের সহযোগিতায় বানভাসী ৬শ পরিবারের মাঝে ৫ কেজি চাল,২ কেজি আলু,১ কেজি ডাল,১ কেজি পেয়াজ,১ লিটার তৈল, ৫ কেজি লবন,স্যালাইন,ঔষধ ও ১ টি লুঙ্গি বিতরণ করা হচ্ছে। সোমবার রাতে শালিখা উপজেলার ফারদিন হাসান সুমন, ইমরান হোসেন , পরেশ রায়, ফিরোজ হোসেন মৃধা, আব্দুল্লাহ বিশ্বাস, হাসিবুল, শেখ রাসেল, সৌম্য মজুমদার, মোহাম্মদ আলী, শিহাবসহ ১৫ জনের একটি প্রতিনিধি দল ফেনী জেলার উদ্যেশ্য রওনা দেনফেনী। আজ মঙ্গলবার ফেনী জেলার সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের রোহিথিয়া গ্রামের ৬শ টি পরিবারের মাঝ ত্রাণ বিতরণ করা হয়েছে বলে জানান ফারদিন হাসান সুমন।

শালিখাবাসীর পক্ষ থেকে ত্রাণ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন বন্যাকবলিত মানুষেরা। শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী বলেন, বানভাসি মানুষের জন্য শালিখা উপজেলার সর্বস্তরের মানুষ বিশেষ করে তরুণ সমাজ যে ভূমিকা রাখছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। পাশাপাশি দেশের ক্রান্তিকালে ভবিষ্যতেও শালিখাবাসী মানুষের পাশে দাঁড়াবেন বলে প্রত্যাশা করেন তিনি।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ