সিংগাইরে পেঁপে ক্ষেত থেকে কৃষকের লাশ উদ্ধার
মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে পেঁপে ক্ষেত থেকে ২ সন্তানের জনক জবেদালীর (৪৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ।লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর এলাকার লাঙ্গলিয়া খালাসীপাড়া ধলেশ্বরী নদীরপাড় নিজ জমির
পেঁপে ক্ষেত থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
নিহত জবেদ আলী উপজেলার ধল্লা ইউনিয়নের লাঙ্গলিয়া এলাকার মো.নুর মোহাম্মদ আলীর ছেলে। নিহতের পরিবারিক সূত্রে জানাযায়, উপজেলার ধল্লা ইউনিয়নের লাঙ্গুলিয়া গ্রামের নুর মোহাম্মদ আলীর ছেলে জবেদ আলী (৪৫) মঙ্গলবার ভোর ৪ টার দিকে নিজ জমি থেকে পেঁপে বিক্রির ছিড়তে বাড়ি থেকে বের হন। পরিবারের লোকজন পেঁপে ছিড়ে বাড়িতে আসতে
বিলম্ব দেখে তার স্ত্রী শিল্পী আক্তার চকে গেলে তাকে খোঁজাখুঁজি করে। পরে ওই জমিতে স্বামীকে পড়ে থাকতে দেখেন। পরে তার ডাক চিৎকারে আশেপাশের লোকজনসহ তার ২ ছেলে জনি মিয়া ও হৃদয় হোসেন ঘটনাস্থলে গিয়ে জবেদ আলীকে মৃত দেখতে পায়। পরে সিংগাইর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদও হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের পরিবারের ধারণাকে বা কারা তাকে হত্যা করে রেখে গেছে। তবে মৃতের শরীরে কোন প্রকার আঘাতের চিহ্ন দেখা যায়নি ।
এ ঘটনায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়ারুল ইসলাম জানান,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এখনই কিছুই বলা যাচ্ছেনা রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।