মঠবাড়িয়ায় মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন
দুর্নীতির ও অনিয়মের সাথে জড়িত থাকার অভিযোগে পিরোজপুর মঠবাড়িয়া উপজেলাধীন তাফালবাড়িয়া হাসানিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মহিবুল্লাহ এর অপসারণ দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক , কর্মচারী, ছাত্র-ছাত্রী অভিভাবক ও সুশীলগন। মঙ্গলবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে জড়ো হয়ে মহিবুল্লাহ এর দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেন। মানববন্ধনে শিক্ষক ও কর্মচারী ছাড়াও স্থানীয়রা অংশ নেয়।
এ সময় বক্তারা বলেন, মহিবুল্লাহ ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের ইচ্ছেমত স্বেচ্ছাচারি হিসেবে মাদ্রাসাটি পরিচালনা করছেন। এছাড়া তিনি মাদ্রাসা থেকে সকল অর্থ আত্মসাৎ করেছেন। মাদ্রাসার নিয়োগ ছাড়াও অন্যান্য সকল কার্যক্রম তিনি দুর্নীতির আশ্রয় নিয়ে সম্পন্ন করেন। এছাড়াও তিনি বিগত হাসিনা সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে শিক্ষকদের উপর বিভিন্ন ধরণের অন্যায় অত্যাচার করেছেন। তাই মহিবুল্লাহ দায়িত্বে থাকলে মাদ্রাসার ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার পাশাপাশি পাঠদান মারাত্মকভাবে বিঘ্ন হবে। এজন্য বক্তারা ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদ থেকে মোঃ মহিবুল্লাহ কে অপসারণের দাবি জানান। এছাড়াও তার সকল অপকর্মের সুষ্ঠ তদন্ত করে বিচারের আওতায় আনারও দাবি তাদের।