উজিরপুরে ইউপি সদস্য সুমন হাওলাদার হারিস এর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া
উজিরপুর প্রতিনিধি:
বামরাইল ইউনিয়ন পরিষদ এর সাবেক মেম্বার- মরহুম ফারুক হাওলাদার এর বড় ছেলে তরুন সমাজসেবী সুমন হাওলাদার হারিস (৪৩) সোমবার সকাল ১১ টায় ঢাকা বারডেম হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সহ বহু আত্নীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
বর্তমান তিনি বামরাইল ইউনিয়ন পরিষদ এর আট নং ওয়ার্ড এর বর্তমান ইউপি সদস্য। তার মৃত্যুতে এলাকার সর্বশ্রেণীর লোকজন শোকাবহ হয়।ছোট বেলায় বাবাকে হারিয়ে ব্যবসায়ী কাজে নরসিংদী কাটিয়েছেন দীর্ঘ সময়।জীবনের শেষ অধ্যায়ে এসে জনকল্যানে কাজ করার লক্ষে ২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনতার ভোটের রায়ে তিনি মেম্বার নির্বাচিত হয়,এসময় নিজেকে সর্বদা সমাজিক উন্নায়ন মসজিদ,মাদ্রাসা ও সমাজের লোক জনকে নিয়েই বিভোর থাকতেন কিভাবে সমাজে শান্তি শৃংখলা বজায় রাখা যায়। হস্তিশুন্ড কাজিরা বাসিকে ঐক্যের সমাজ উপহার দেওয়া যায় সে লক্ষে চেস্টা করে গেছেন।
তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সুমন হাওলাদার হারিস এর মৃত্যুতে ডাক্তার আবু বকর আকন লিখেন,একজন সৎ ও সাহসী সন্তানের বিদায়। তিনি সুমন হাওলাদার হারিছ। আমাদের মেম্বর ছিলেন। অকালে আজ পৃথিবী ছেড়েছেন এই অকুতোভয় মানুষটি। তিনি বারডেমে চিকিৎসাধীন ছিলেন।তাঁর রূহের মাগফিরাত কামনা করছি।
মনিরুল ইসলাম লিখেন, আমি তার রুহের মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন।
এমন হাজারো মানুষের ভালবাসায় শিক্ত হয়ে,৪ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকাল ৮ ঘটিকায় হস্তিশুন্ড বাজার মাঠে প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় ইমামতি করেন মাওলানা আব্দুল হাই। জানাযা শেষে তরুন জনতার মেম্বার সুমন হাওলাদর হারিসকে তার মরহুম পিতার কবরের পাসে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।