প্রাইমারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশের দাবিতে আবারো মানববন্ধন

প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ অনুসারে অতি দ্রুত  তৃতীয় ধাপের (ঢাকা ও চট্টগ্রাম) বিভাগের চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবিতে ঢাকার মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ৪র্থ বারের মতো দিনব্যাপী শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন জেলা থেকে আসা তৃতীয় ধাপের নিয়োগ প্রত্যাশীরা জরো হয়ে ফল প্রকাশের দাবিতে মানববন্ধন পালন করেন।

এসময় একজন রেজাল্ট প্রত্যাশী ছেলে বলেন, তৃতীয় ধাপের নিয়োগ প্রত্যাশীদের সংখ্যা ৪৬ হাজার ১৯৯ জন। আমরা দীর্ঘদিন ধরে ফল প্রকাশের আন্দোলন করলেও অধিদপ্তর আমাদের পজিটিভ কোন সংবাদ দিচ্ছে না। এর আগে অধিদপ্তর বলেছে কোর্টে মামলা চলমান। মামলার রায় হলেই রেজাল্ট প্রকাশ করা হবে। সম্প্রতি কোর্টে চলমান মামলার রায় হয়েছে এবং সে রায় রেজাল্টের পক্ষেই হয়েছে তাহলে এখনো কেন আমাদের রেজাল্ট আটকে রাখা হচ্ছে৷

রেজাল্ট প্রত্যাশী একজন মেয়ে বলেন, আমাদের বয়স শেষ হয়ে যাচ্ছে। আমরা পরিবারের বোঝা হয়ে যাচ্ছি। আমাদের রেজাল্ট আটকে রেখে আমাদের সমস্যা না বাড়িয়ে অধিদপ্তরের উচিত রেজাল্ট প্রকাশ করা। দেশ এখন স্বাধীন, তাহলে কেন আমরা এই স্বাধীন দেশে আমাদের রেজাল্ট পাবো না। আমরা যে কোন উপায়ে হোক দ্রুত সময়ের মধ্যে রেজাল্ট চাই। রেজাল্ট নিয়ে তালবাহানা চলবে না৷ যদি আমাদের রেজাল্ট প্রকাশ নিয়ে কোন তালবাহানা করা হয় তবে কঠিন আন্দোলনে যাবো আমরা। কতৃপক্ষের কাছে একটাই দাবি দয়া করে আমাদের রেজাল্ট প্রকাশ করুন।

জানাযায়, দ্রুত সময়ের মধ্যে প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষার ফাইনাল রেজাল্ট প্রকাশ করার দাবি জানিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরে ইতিমধ্যে স্মারকলিপি দিয়েছে চাকরি প্রত্যাশীরা। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো: আব্দুস সামাদ এর অপসারণ নিয়ে অধিদপ্তরে অভ্যন্তরীণ কিছু ঝামেলা থাকায় স্মারকলিপি দিয়েও কোন ফিডব্যাক পায়নি চাকরি প্রত্যাশীরা। অপর দিকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকেও রেজাল্ট প্রকাশ নিয়ে এখনো কিছু জানানো হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * প্রাইমারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ
সর্বশেষ সংবাদ