পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ৭২ ঘন্টার আল্টিমেটাম

ক্রাইম রিপোর্টার:
রংপুর সদর উপজেলার পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে করা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত, সুষ্ঠু বিচার ও অধ্যক্ষ জয়নাল আবেদীনের পদত্যাগের দাবিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও ছাত্র সমর্থনকারীগণ। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাগলাপীর বন্দরে মানববন্ধন ও রংপুর দিনাজপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শেষে এ আল্টিমেটাম দেয় তারা। এ সময় শিক্ষার্থীরা স্কুলের খেলার মাঠ চালু ও কলেজটিকে ডিগ্রি কলেজে করার দাবিও জানান। দাবি মানা না হলে আরো বড় কর্মসূচী দেয়ার হুশিয়ারী দেয় শিক্ষার্থীরা।
রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজ এর সভাপতির কাছে দেয়া অভিযোগের কপি সূত্রে জানা গেছে, পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজটি ১৯৬৪ সালে মাধ্যমিক এবং ১৯৯৪-৯৫ সেশনে উচ্চ মাধ্যমিক উন্নীত হয়ে সুনামের সাথে শিক্ষার আলো ছড়াচ্ছিল। প্রতিষ্ঠানের টিউশন ফি, নিজস্ব পুকুরের আয়, কাচা বাজার ও খেলার মাঠে বাঁশের বাজার অর্ধশতাধিক পাকা দোকান হতে বাৎসরিক লক্ষ লক্ষ টাকা আয় হয়।
২০১২ সালে অস্বচ্ছ প্রক্রিয়ায় জয়নাল আবেদীন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পর অদক্ষতা স্বেচ্ছাচারিতা, অর্থ লালসা ও নিয়োগ বাণিজ্যের কারণে এই প্রতিষ্ঠানটির সুনাম হারাতে বসেছে। অভিযোগ উঠেছে, স্কুল ও কলেজ শাখায় ২০১২ সাল হতে অদ্যাবধি ১৩ জন শিক্ষক কর্মচারী নিয়োগ বাবদ প্রায় এক কোটি নয় লক্ষ টাকা আত্মসাৎ করেন। যা স্বহস্তে লিখিত শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীগণ স্বীকারো উক্তি দিয়েছেন। জনবল কাঠামো না মেনে টাকার বিনিময়ে অপ্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দেয়ায় স্কুল শাখার বাণিজ্য বিভাগে শিক্ষক শূন্য থাকায় শিক্ষার মান ব্যাহত হচ্ছে। কলেজ শাখার বাণিজ্য বিভাগে অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল বিষয়ে প্রভাষক নিয়োগ দিয়ে তাকে মানবিক বিভাগে প্রভাষক দেখানো হয়েছে। কলেজ শাখার মানবিক বিভাগের অর্থনীতি বিষয়ের প্রভাষকের পদ্য শূন্য থাকার পরও অদৃশ্য কারণে গত ১০ বৎসরে শিক্ষক এনটিআরসি কর্তৃপক্ষকে চাহিদা পাঠানো হচ্ছে না।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা না করে একই ব্যক্তিকে সভাপতি হিসাবে দেখিয়ে আসছেন। যা আইন পরিপন্থি। কলেজ শাখার বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক মোছাঃ মমতাজ মহল বছরের পর পর বছর কলেজে উপস্থিত না থেকে অদক্ষ অধ্যক্ষের সহযোগিতায় প্রতিমাসের বেতন ভাতা উত্তোলন করেছেন । অধ্যক্ষ জয়নাল আবেদীন অনৈতিকভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ থেকে সরকার দলীয় প্রভাব খাটিয়ে ২৪ ঘন্টার মধ্যে ২০১২ সালে অধ্যক্ষ হয়েছেন।  অধ্যক্ষ জয়নাল আবেদীন ও সাবেক সভাপতি প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের খেলার মাঠ দখল করে সেখানে বাজার বসিয়ে আর্থিক সুবিধা নিচ্ছেন। অধ্যক্ষ প্রতিষ্ঠানের ৪টি পাকা ঘর ৩ বৎসরের জন্য  স্ত্রী ও নিজের নামে ভাড়া নিয়ে তা অন্যত্র অধিক টাকায় ভাড়া দিয়ে ২০ বৎসর যাবৎ আর্থিক সুবিধা নিয়ে আসছেন। স্কুলের উন্নয়নের খাতের বরাদ্দকৃত টাকা নামেমাত্র উন্নয়নের কাজে লাগিয়ে অধ্যক্ষ ও সাবেক সভাপতি দলীয় প্রভাব খাটিয়ে নিজের উন্নয়ন করেছেন।
ঘুষ নিয়ে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানের লেখাপড়ার মান দিন দিন অবনতি হচ্ছে। উল্লেখ্য যে, ২০২৪-২০২৫ইং শিক্ষাবর্ষে কলেজের বাণিজ্য শাখায় মাত্র ০২ (দুই) জন শিক্ষার্থী ভর্তি হয়েছে ও স্কুল শাখায় বাণিজ্য বিভাগ শাখা থাকা সত্ত্বেও বছরের পর বছর কোন শিক্ষার্থী ভর্তি হচ্ছে না। ২০২২-২০২৩ইং শিক্ষাবর্ষের গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের ফুল-ফ্রি ও হাফ ফ্রি সুবিধা দেওয়া হয়নি ও সরকারি উপবৃত্তির টাকা অন্যান্য কলেজের শিক্ষার্থীরা পেলেও পাগলাপীর স্কুল ও কলেজের কোন শিক্ষার্থী পায়নি। শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার ফি বাবদ অতিরিক্ত টাকা গ্রহণ করা হচ্ছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অবরুদ্ধ
সর্বশেষ সংবাদ