নোবিপ্রবিতে একাডেমিক কার্যক্রম শুরু তারিখ ঘোষণা
দীর্ঘ ২ মাস বন্ধ থাকার পর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ক্লাস আগামী রবিবার (৮ সেপ্টেম্বর) থেকে শুরু হবে।পরীক্ষার বিষয়ে স্ব স্ব ডিপার্টমেন্ট শিক্ষার্থীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে।
সোমবার (২ সেপ্টেম্বর) এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তামজীদ হোছাইন চৌধুরী জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব প্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে সোমবার (২ সেপ্টেম্বর) অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক ও বিভাগীয় চেয়ারম্যানদের এক সভা অনুষ্ঠিত হয়।সভার সিদ্ধান্তক্রমে আগামী রবিবার (৮ সেপ্টেম্বর) থেকে ক্লাস-পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম শুরু হবে।পরীক্ষার বিষয়ে স্ব স্ব ডিপার্টমেন্ট শিক্ষার্থীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে।’
তিনি আরো বলেন, আগামীকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রত্যেক সেশনের ক্লাস প্রতিনিধি( সিআর)এবং কোর্স কো-অর্ডিনেটরের সাথে জরুরি সভায় বসবেন প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব প্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম।দিনব্যাপী এই সভা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত জুলাই থেকে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের ফলে বন্ধ রয়েছে একাডেমিক কার্যক্রম।এদিকে গত ৭ আগস্ট থেকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ,প্রক্টর প্রভোস্টসহ প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে।উদ্ভুত পরিস্থিতিতে গতকাল (১ সেপ্টেম্বর) জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক ও ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ শফিকুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের নিয়মিত উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।