আমতলীতে উপ সচিবের আইসিভিজিডি প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

বরগুনার আমতলী সদর ইউনিয়নের সুবিধাভোগীরা টাকা পাওয়ার পর কি কি সম্পদ ক্রয় করেছে তা দেখতে সরেজমিনে পরিদর্ন করেছেন আইসিভিজিডি প্রকেল্পর উপ পরিচালক ও উপসচিব মো: মাহবুবর রহমান।
 জানা যায়,বাংলাদেশের ৬৪ টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে,  (যে সমস্ত মহিলারা ২০২১-২২ অর্থবছরে ভিজিডি চাল পেয়েছে তারাই মুলত আইসিভিজিডি প্রকল্পের সুবিধাভোগী)  তারই ধারাবাহিকতায় বরগুনা জেলার আমতলী উপজেলায়  আইসিভিজিডি প্রকল্প চলমান আছে,  আমতলী উপজেলায় আইসিভিজিডি প্রকল্প বাস্তবায়ন করে বেসরকারী সংস্থা টিএমএসএস,  আমতলী উপজেলায় ৭ টি ইউনিয়নে মোট ১৪০০ জন সুবিধাভোগী ছিল, তার মধ্যে ৭ জন সুবিধাভোগী মারা গেছে,   এখন প্রকৃত সুবিধাভোগী ১৩৯৩ জন।  ১৩৯৩ জন সুবিধাভোগীকে ৫৬ টি গ্রুপে ভাগ করা হয়েছে। এই ১৩৯৩ জন মহিলাকে ৬ টি বিষয়ের উপর  তাদেরকে মোট ৩৫ দিন প্রশিক্ষণ প্রদান দেওয়া হয়।  আইসিভিজিডি প্রকল্প থেকে সুবিধাভোগী ও পিছিয়ে পড়া হত দরিদ্রের,  স্বাবলম্বী গড়ার লক্ষে নগদ অর্থ  ব্যাংক একাউন্ট মাধ্যমে প্রধান করা হয়  ২১৬০০ টাকা
পরিদর্শনের অংশ হিসেবে তিনি  উপজেলার সদর
ইউনিয়নে মহিলাদের উঠান বৈঠক কার্যক্রম দেখছেন, সুবিধাভোগীর বাড়ী বাড়ি গিয়ে তাদের সাথে কথা বলছেন।এ সময় উপস্থিত  ছিলেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপ কুমার পাল, আইসিভিজিডি প্রকল্প বাস্তবায়ন কারী সংস্থা টিএমএসএস এর কেন্দ্রীয় সমন্বায়ক জাবেদ মিয়াদাদ ও ডিভিশনাল কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম সুমন,উপজেলা কো-অর্ডিনেটর মো: আল-আমীন,  আমতলী ইউনিয়নের LF জুলিয়া, মালা, ও গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
দক্ষিণ আমতলী আইসিভিজিডি প্রকল্পের মহিলা সমিতির সুবিধাভোগী  সদস্য মোস:শিরিনা সাং চলাভাঙ্গা বলেন  , এই প্রকল্প থেকে , আমি ৩৫ দিন প্রশিক্ষন পেয়েছি,  এবং আমাদের নিজেদের স্ব স্ব  ব্যাংক হিসাব নাম্বারে ২১৬০০ টাকা পেয়েছি,  এবং সব টাকা তুলে ছি  ২টা ছাগল ক্রয় করেছি। একটা ছাগলের ঘর করেছি কিছু টাকা খাবার জন্য রেখেছি।
অন্য একজন সুবিধাভোগী মোসাঃসাহিদা বেগম   সাং দক্ষিণ আমতলী   তিনি বলেন আমি দুই বছর চাল পাইছি । তরপর কয়েকটি বিষয়ে  ৩৫ প্রশিক্ষণ পেয়েছি।আমার নিজের ব্যাংক একাউন্ট থেকে ২১৬০০ টাকা তুলছি। এর সাথে কিছু টাকা যোগ করে মাছের ঘের  ও সবজির বাগান করেছি।
 টিএমএসএস এর আপারা/ ও স্যারেরা আমাদের সঠিকভাবে প্রশিক্ষন মনিটরিং করেছে, এবং মাসে মাসে সমিতির উঠান বৈঠক করেছি, তারা আমাদেরকে সামাজিক সচেতনতামূলক উপদেশ দেয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ