বন্যা কবলিত মানুষের পাশে সোহরাওয়ার্দী কলেজের এইচএসসি ২৫ ব্যাচ
সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি:
দীর্ঘদিন যাবৎ বন্যা কবলিত মানুষকে সেবা দিতে কাজ করে যাচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ২৫ ব্যাচ। ২৮ আগস্ট কুমিল্লার দেবীদ্বার উপজেলার বিভিন্ন গ্রামের মানুষের মাঝে চিড়া,মুরি, বিস্কটু,পানি,মম, গ্যাস লাইট, নাপা, সেলাইন, গ্যাসের ট্যাবলেট,ঠাণ্ডার ঔষুধ, সেনিটারি ন্যাপকিন সহ নানান উপকরণ বিতরণ করা হয়েছে। এছাড়াও তাদের পক্ষ থেকে ৪০০ মানুষের মাঝে কাপড় চোপড় বিতরণ করা হয়েছে।
এর আগে তাদের বন্ধুদের সাথে নিয়ে প্রায়ই ১৬ জনের একটি টিমকে কয়েকটি সাব টিমে ভাগ করে কয়েকটি স্থানে ছড়িয়ে পড়েন এবং বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন এবং তা দিয়ে সাধারণ মানুষের কাছে বিভিন্ন খাদ্যা এবং দ্রব্য সামগ্রী পৌঁছে দেয়।
এবিষয়ে তাদেরই একজন মাহাবুব হাসান বিজয় বলেন, যারাই উপহার সামগ্রী নিয়ে যাবেন ভিতরের দিকে যাবেন ভিতরের অবস্থা খুবই ভয়াবহ। সবাই যে যার জায়গা থেকে বন্যাকবলিত অঞ্চল গুলোর মানুষের পাশে দাঁড়ান তারা আমাদের ভাই মা বোন ও হতে পারতো।
এছাড়াও যারা উপহার সামগ্রী বিতরণ করবে তাদের মানুষের হাতে দেওয়ার সময় কোন রকম ছবি তুলবেন না তুলার আহবান জানান। তিনি বলেন একাজে স্থানীয়রা আমাদের অনেক সাহায্য করছে। তাদের সহযোগিতার মাধ্যমেই আমরা যথাযথ মানুষের কাছে উপহার সামগ্রী গুলা পৌঁছে দিতে পেড়েছি। এসময় স্থানীয়রা এ বয়সে তাদের এসমস্ত কাজ দেখে তাদের অভিবাদন জানিয়েছে এবং তাদের জন্য দোয়া করেছে।