নবাবগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন।
রবিবার বিকাল ৫ টা থেকে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা মিছিলসহ নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে উপস্থিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, স্বৈরাচার হাসিনা পালিয়েছে। ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে তাঁকে দীর্ঘদিন কারাগারে আটকে রেখেছিলো আজ তিনি মুক্ত। দীর্ঘদিন কারাগারে থাকায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁর চিকিৎসার অধিকারও কেড়ে নেওয়া হয়েছিলো। হাসিনাসহ আওয়ামী লীগের নেতারা আজ পালিয়ে গেছে। বেগম খালেদা জিয়ার জন্য সকলেই দোয়া করবেন।
দলীয় নেতাকর্মীদের বলেন, দেশ ও জনগনের স্বার্থে নিজের মধ্যে ভেদাভেদ ভুলে কাজ করতে হবে। তবেই প্রতিষ্ঠিত হবে শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ। দোয়া মাহফিলে প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্র জনতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আজাদুল হাই পান্নু, আব্দুল্লাহ আল মামুন খান, আবু শফিক মাসুদ, এরশাদ আল মামুন, মহসীন রহমান আকবর, মিজানুর রহমান, মহসীন আহমেদ তুষার, ডা. আব্দুস সালাম, জুয়েল আহমেদ, দুর্জয় মাহমুদ, রুবেল তালুকদার, ছাত্রদল নেতা ইসতিয়াক চৌধূরী, মুজাহিদ ইসলামসহ নবাবগঞ্জ উপজেলা বিএনপি, মহিলা দল, ছাত্রদল, যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।