পঞ্চগড়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে দোয়া মাহফিল

পঞ্চগড় প্রতিনিধি:
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে গড়ে ওঠা দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।  প্রতিষ্ঠাবার্ষিকীতে বন্যাপীড়িত অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে     প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত পরিসরে পালন করেছে পঞ্চগড় জেলা বিএনপি।
 এ উপলক্ষ্যে  জেলা বিএনপির কার্যালয়ে রবিবার বিকেলে বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি , বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘব এবং বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা আয়োজন করা হয়।
কেন্দ্রীয় বিএনপির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা বিএপির সিনিয়র যুগ্ন অহবায়ক তৌহিদুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপি নেতা রইস উদ্দিন,জাসাস নেতা ইউনুস শেখ,যুবদলের সাধারন সম্পাদক ফেরদৌস ওয়াইদ রাসেল,স্বেচ্ছাসেবক দলের অহবায়ক মাহামুদার রহমান মাহাবুব, সদস্য সচিব তাপস, ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, রোকনুজ্জামান জাপানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের  ইউনিয়ন, উপজেলা ও জেলা  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ফরহাদ হোসেন আজাদ বলেন কেন্দ্রীয় নির্দেশে প্রতিষ্ঠাবার্ষীকির অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য বাজেটের অর্থ বন্যার্তদের সহযোগিতায় পাঠানো হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * পঞ্চগড়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে দোয়া মাহফিল
সর্বশেষ সংবাদ