হাজী সেলিম গ্রেপ্তার
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী মো. সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দিবাগত মধ্যরাতে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) রবিউল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৭ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন হাজী সেলিম। তবে চলতি বছরের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে হাজী সেলিম প্রার্থী হননি। তার বদলে তার ছেলে সোলায়মান মোহাম্মদ সেলিমকে ঢাকা-৭ আসন থেকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। নির্বাচনে জয়লাভ করেন তিনি।