শিবগঞ্জে জন্মাষ্টমীর ব্যয় কমিয়ে বন্যার্তদের পাশে সনাতন ধর্মাবলম্বীরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
দেশের বন্যাকবলিত মানুষের সহায়তায় এবার এগিয়ে আসছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা  সনাতন ধর্মাবলম্বীরা । সে লক্ষ্যে  জন্মাষ্টমীর ব্যয় কমিয়ে তা বন্যার্তদের সাহায্যের ৬০ টাকার চেক হস্তান্তর করেছে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আতাবুজ্জামান আল ইমরান এর কাছে । রবিবার সকাল ১০ টায়  শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ সনাতন (হিন্দু) ধর্মের নেতৃবৃন্দ চেক হস্তান্তর করেন ।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সদস্য ডাঃ তড়িৎ কুমার সাহা, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস,  শিবগঞ্জ উপজেলা উদযাপন কমিটির সাবেক সভাপতি প্রদীপ গড়গরিয়া, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস, শিবগঞ্জ উপজেলা  সনাতন সম্প্রদায়ের আহ্বায়ক গৌড়কৃষ্ণ পালসহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
এ সময় সমাজ সনাতন  ধর্মের নেতারা বলেন, সেই জন সেবিছে ইশ্বর। আমরা আমাদের জায়গা থেকে বন্যার্তদের পাশে থাকার চেষ্টা করছি।  আমরা আমাদের ভাই বোনদের জন্য সমব্যথী। ওখানে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * বন্যার্তদের পাশে সনাতন ধর্মাবলম্বীরা
সর্বশেষ সংবাদ