কাপাসিয়ায় হেফাজতে ইসলামের মহাসমাবেশ
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
শাপলা চত্বরে শহীদ, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে শহীদ ও বন্যাকবলিত বিপর্যস্ত মানবতার জন্য হেফাজতে ইসলামের উদ্যোগে দোয়া ও মহাসামাবেশের অনুষ্ঠিত হয়।
রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে কাপাসিয়া উপজেলা বাসস্ট্যান্ডে এ অনুষ্ঠানের আয়োজন করেন কাপাসিয়া উপজেলা শাখা হেফাজতে ইসলাম।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক মুফতি মুনির হোসেন কাসেমী, গাজীপুর জেলা শাখার সিনিয়র সহসভাপতি মুফতি লেহাজ উদ্দিন ভূঁইয়া, ঢাকা মাদরাসাতু দাওয়াতিল ইসলামের পরিচালক মুফতি মাহমুদ হাসান গুনবী, গাজীপুর জেলা হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা ফজলুর রহমান, মুফতি আব্দুল মালেক প্রমুখ।
মহাসমাবেশে সভাপতিত্ব করেন কপাসিয়া উপজেলা শাখা হেফাজতে ইসলামের আমীর মাওলানা আব্দুস সবুর কাসেমী ও সঞ্চালনা করেন মাসুদুর রহমান।