কালিয়াকৈরে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

কালিয়াকৈর প্রতিনিধি:
গাজীপুরের কা‌লিয়কৈরে চাঁদা দিতে অস্বীকার করায় ব‌্যবসায়ীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার মৌচাক বাস স্টেশন এলাকায় এ মানববন্ধন করা হয় । মানববন্ধনে বক্তব্য রাখেন, মৌচাক বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুদ রানা,  আবুল কাশেম,মিথিলা  আক্তার, শিউলি আক্তার, রিফাত হোসেন প্রমুখ।
মৌচাক বাজার ব‌্যবসায়ী স‌মি‌তির সভাপ‌তি মাসুদ পারভেজ জানান, গত কয়েক‌দিন যাবৎ ক‌তিপয় সন্ত্রাসীরা মৌচাক বাজা‌র ব‌্যবসায়ীদের কাছে চাঁদা দাবী করে আস‌ছিল ।  ব‌্যবসায়ীরা চাঁদা দিতে অস্বীকার করলে ৩০ আগষ্ট বিকেলে ১৫/২০ জনের একদল সন্ত্রাসী ব‌্যবসায়ীদের হামলা চালায় । এতে দুইজন ছু‌ড়িকাঘাতসহ অন্তত ১০জন ব‌্যবসায়ী আহত হয় । আহতদের ঢাকা মে‌ডিকেল কলেজ হাসপাতাল ও স্থানী‌য় হাসপাতালে ভ‌র্তি করা হয়েছে । ঘটনাস্থলে কয়েকজন শিক্ষার্থীরা উপ‌স্থিত হয়ে বাধা দিলে তাদের উপরও হামলা করে চাঁদা দাবীকারীরা । এ বিষয়ে কা‌লিয়াকৈর থানায় মৌচাক বাজার ব‌্যবসায়ীস‌মি‌তির পক্ষ থেকে এক‌টি অ‌ভিযোগ দায়ে‌র করা হয়েছে । চাঁদা দাবী কারী ও হামলাকারীদের  দ্রুত গ্রেফতারসহ বিচারদাবীতে ব‌্যবসায়ী‌, শিক্ষার্থী ও স্থানীয়রা এই মানববন্ধন করেছে ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * কালিয়াকৈরে চাঁদা * হামলার প্রতিবাদে মানববন্ধন
সর্বশেষ সংবাদ