চাহিদা মতো চাদাঁ প্রদান না করায় আঞ্চলিক দলের বাঁধার মুখে কাপ্তাই লেকে মাছ ধরা বন্ধ

কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি:
৩১আগস্ট মধ্য রাত হতে কাপ্তাই লেকে মাছ ধরা নিষেধাজ্ঞা শেষে কাপ্তাইয়ের জেলেদের মাছ ধরার কথা থাকলেও পাহাড়ের একটি আঞ্চলিক দলের সদস্যদের  চাঁদা প্রদান না করায় তাঁরা   কাপ্তাই লেকের জেলেদের মাছ ধরা বন্ধ করতে বলেছেন। ফলে কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে
রবিবার(১ সেপ্টেম্বর)  সকালে ১১ টায় পর্যন্ত ১৩১ কেজি  মাছ জেলেরা অবতরণ করেন।
রবিবার সকালে কাপ্তাই মৎস্যজীবি সমিতির কয়েকজন নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করা হলে তাঁরা নাম প্রকাশ না করার অনুরোধে  এই প্রতিবেদককে জানান, আঞ্চলিক দলের সমর্থিত কিছু সদস্য  কাপ্তাই মৎস্যজীবী সমবায় সমিতির নিকট হতে অতিরিক্ত  বাৎসরিক চাঁদা দাবি করে। যা অন্যান্য বছরে তুলনায় অনেক বেশি। তাদের  কথামতো চাঁদা না দেয়ায় জেলেদের মাছ ধরতে নিষেধ করে দেয়া হয়েছে। এরফলে জেলেরা মাছ ধরা থেকে বিরত রয়েছে।
কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশনের উপ কেন্দ্র প্রধান জসিম উদ্দিন রবিবার সকাল সাড়ে ১০ টায় মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, আজ রবিবার সকাল ১১ টায় পর্যন্ত মাত্র   ১৩১ কেজি মাছ অবতরণ হয়। যদি কেউ মাছ ধরা বন্ধ না করত তাহলে অনেক মাছ কাপ্তাইয়ে মৎস্য অবতরণ কেন্দ্রে জেলেরা মাছ অবতরণ করতো।
উল্লেখ্য যে কাপ্তাই হ্রদে মৎস্য প্রজনন বৃদ্ধির লক্ষ্যে গত ২৫ এপ্রিল ২০২৪ তারিখ হতে মৎস্য ধরা ও বিক্রয় কার্যক্রম বন্ধ ছিল। ৩১ আগস্ট  কাপ্তাই লেকে  মধ্য রাত  হতে মাছ ধরা এবং ১ সেপ্টেম্বর সকাল  ৬ টা  হতে কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ বিক্রয় কার্যক্রম শুরু করার কথা ছিল।
১/৯/২৪
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * কাপ্তাইয়ে