সভাপতি শেখ জোবায়েরুল হক, সম্পাদক আমিনুল ইসলাম গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন

গোপালপুর-টাঙ্গাইল প্রতিনিধি:
বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইলের গোপালপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে সুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. জোবায়েরুল ইসলামকে সভাপতি ও খন্দকার আসাদুজ্জামান একাডেমির সিনিয়র শিক্ষক মো. আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে, এবং ১৭ জন কার্যকারী সদস্য হিসেবে কমিটি গঠন করা হয়েছে ।
এ উপলক্ষে শনিবার (৩১ আগস্ট) দুপুরে সূতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এক সম্মেলন অনুষ্ঠিত হয়।
আব্দুল মান্নান মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক মো. ওকুবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র গোপালপুর উপজেলা সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত।
খন্দকার আসাদুজ্জামান একাডেমির সিনিয়র শিক্ষক মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার লেলিন, সুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. জোবায়রুল ইসলাম,
সাবেক প্রধান শিক্ষক আহম্মদ আলী, পৌর যুবদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জাসাসের সভাপতি শাহনুর আহাম্মেদ সোহাগ ও সাধারণ সম্পাদক খন্দকার শরিফ, বেলায়াত হোসেন মিন্টু, আতিকুর রহমান প্রমূখ। এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারি শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন