মহেশপুর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন


শনিবার সকালে ঝিনাইদহের মহেশপুর মডেল প্রেসক্লাবে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্পতি ক্রমে আনিচুর রহমান রিপনকে সভাপতি ও আব্দুস সেলিমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৯ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়েছে।
মহেশপুর মডেল প্রেসক্লাবের সহ সভাপতি বিএম ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মডেল প্রেসক্লাবের কমিটির মেয়াদ শেষ হওয়ায় পুরাতন কমিটি বিপুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছে, সহ সভাপতি বিএম ওয়াদুদ,সহ সাধারণ সম্পাদক আব্দুল কাদের, প্রচার সম্পাদক আব্দুল মলেক,নির্বাহী সদস্য আব্দুর রহিম, অসীম মোদক, এম এ আজাদ।
গভায় উপস্থিত ছিলেন সাংবাদিক নাসির উদ্দীন, আলহাজ¦ শরিফুল ইসলাম, আবুল হাসেম পাঠান, আশরাফুল আলম, তরিকুল ইসলাম প্রমুখ।

মহেশপুর সীমান্ত থেকে ১টি তাজা মর্টারশেল উদ্ধার করেছে বিজিবি
মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতা ঃ
ঝিনাইদহের মহেশপুরের লড়াইঘাট সীমান্ত এলাকা থেকে একটি তাজা মর্টারশেল উদ্ধার করেছে ৫৮ বিজিবির সদস্যরা। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে এ মর্টারশেলের সন্ধান পাওয়া যায়। শনিবার বিকাল পর্যন্ত নিরাপত্তার জন্য বিজিবি ও পুলিশ ওই এলাকাটি ঘিরে রেখেছে। পুলিশের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে মর্টারশেলটি নিষ্ক্রিয় করা হবে। এছাড়া ভারতের অভ্যন্তরে ড্রোন দিয়েও নজরদারি করতে লক্ষ করা যায়।
মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে লড়াইঘাট সীমান্তের শুন্যলাইন হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মর্টারশেল জাতীয় কিছু একটা পড়ে আছে স্থানীয় এক ব্যক্তি লড়াইঘাট বিওপিতে এসে এ তথ্য জানায়। সে সময় বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেখে একটি তাজা মর্টারশেল। এরপর বিজিবি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। মর্টার শেলটি খুব ভয়াবহ এমনটি এখনও মনে হয়নি। তবুও সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। স্থানীয়দেরকেও সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে এ জাতীয় মর্টারশেল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বা সামরিক বাহিনী ব্যবহার করে থাকেন। এ বিষয়ে বিএসএফকে প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে। শনিবার পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহবান জানানো হলেও তারা এখন বৈঠক করতে অপারগতা প্রকাশ করেছেন। আগামী দুই দিন পর তারা পতাকা বৈঠক করবেন। তখন বিজিবি’র পক্ষ থেকে জানতে চাওয়া হবে কেন, কিভাবে এমনটি হল। তখন বিস্তারিত জানা যাবে।

মহেশপুরে জামায়াত ইসলামীর উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত
মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতা ঃ
ঝিনাইদহের মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে শনিবার বিকালে বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে এক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ফারুক আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা নায়েবে আমীর অধ্যাপক মতিয়ার রহমান।
গণ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হাই, থানা নায়েবে আমীর আব্দুর বারী, নায়েবে আমীর ফকির আহাম্মেদ মাষ্টার, কর্ম পরিষদ সদস্য আব্দুল আলী, কর্ম পরিষদ সদস্য মাওলানা আক্তারুজ্জামান, কর্ম পরিষদ সদস্য গোলাম রহমান,লুৎফর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলামীর থানা সেক্রেটারী ইসমাইল হোসেন পলাশ।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ