সাতক্ষীরা সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার, আটক-২
লুট হওয়ার ২৬ দিন পর সাতক্ষীরা সদর থানা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব।লুট হওয়া অস্ত্র-গুলি রাখার অভিযোগে মেহেদী হাসান (২১) ও ফরহাদ হোসেন (২৭) নামের ২ যুবককে আটক করেছে র্যাব।
শনিবার(৩১ আগষ্ট) দুপুরে শহরের সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে রান্নাঘরের মেঝেতে পুতে রাখা অবস্থায় এই অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন,সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার শেখ সাখাওয়াত হোসেনের ছেলে মেহেদী হাসান ও আব্দুল মজিদ গাজীর ছেলে ফরহাদ হো
র্যাব সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার
ফয়সাল হোসেন বলেন, গত ০৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে
শেখ হাসিনার সরকার পতনের পরে সাতক্ষীরা সদর থানায় হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এসময় পুলিশের কাছ থেকে অস্ত্র ও গুলি লুট করা হয়। পরবর্তীতে মাইকিং করে অস্ত্র ফেরত চাওয়া হলেও লুটকারীদের অনেকেই কর্ণপাত করেননি।
র্যাব কমান্ডার আরও জানান, শনিবার দুপুরে তাদের কাছে খবর আসে,সুলতানপুর এলাকায় লুট হওয়া ও অবৈধ অন্যান্য অস্ত্র মাটিতে পুতে রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ফরহাদ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তার রান্না ঘরের মধ্যে পুতে রাখা অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি থানার এসআইদের হারিয়ে যাওয়া দুটো মোটরসাইকেলের চেসিস জব্দ করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও আটককৃত আসামীদের
সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাব কমান্ডার।