শিরোনাম
কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত   » «    ফ‍্যাসিবা আ’ওয়ামী সরকারের সকল মামলায় খালাস “বাবর” মদনে আনন্দ মিছিল   » «    দৌলতপুরে ইউসুফ হত্যা মামলার প্রধান আসামি এলমেচ গ্রেফতার   » «    ভারত যাওয়ার পথে ইডেন ছাত্রলীগ নেত্রীসহ গ্রেফতার ২   » «    সবজিতে স্বস্তি ফিরলেও চড়া মাছ-মুরগি ও চালের বাজার   » «   

সাতক্ষীরা সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার, আটক-২

লুট হওয়ার ২৬ দিন পর সাতক্ষীরা সদর থানা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব।লুট হওয়া অস্ত্র-গুলি রাখার অভিযোগে মেহেদী হাসান (২১) ও ফরহাদ হোসেন (২৭) নামের ২ যুবককে আটক করেছে র‍্যাব।

শনিবার(৩১ আগষ্ট) দুপুরে শহরের সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে রান্নাঘরের মেঝেতে পুতে রাখা অবস্থায় এই অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন,সাতক্ষীরা শহরের  সুলতানপুর এলাকার শেখ সাখাওয়াত হোসেনের ছেলে মেহেদী হাসান ও আব্দুল মজিদ গাজীর ছেলে ফরহাদ হোসেন (২৭)।উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে, ২টি ওয়ান শুট্যারগান, একটি বিদেশী পিস্তল, দুটো ম্যাগজিন ও ২৩ রাউন্ড গুলি

র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার

ফয়সাল হোসেন বলেন, গত ০৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে

শেখ হাসিনার সরকার পতনের পরে সাতক্ষীরা সদর থানায় হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এসময় পুলিশের কাছ থেকে অস্ত্র ও গুলি লুট করা হয়। পরবর্তীতে মাইকিং করে অস্ত্র ফেরত চাওয়া হলেও লুটকারীদের অনেকেই কর্ণপাত করেননি।

র‌্যাব কমান্ডার আরও জানান, শনিবার দুপুরে তাদের কাছে খবর আসে,সুলতানপুর এলাকায় লুট হওয়া ও অবৈধ অন্যান্য অস্ত্র মাটিতে পুতে রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ফরহাদ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তার রান্না ঘরের মধ্যে পুতে রাখা অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি থানার এসআইদের হারিয়ে যাওয়া দুটো মোটরসাইকেলের চেসিস জব্দ করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও আটককৃত আসামীদের

সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাব কমান্ডার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সাম্প্রতিক সংবাদ